চাঁদ মামা লিরিক্স | Chad mama lyrics | আইয়ুব বাচ্চু | এল আর বি | স্বপ্ন

চাঁদ মামা লিরিক্স | আইয়ুব বাচ্চু (১৬ আগস্ট ১৯৬২ – ১৮ অক্টোবর ২০১৮) একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক-গীতিকার এবং গীটারবাদক ছিলেন। তিনি রক ব্যান্ড এল আর বি এর গায়ক ও গীটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

চাঁদ মামা লিরিক্স | chad mama lyrics | আইয়ুব বাচ্চু | এল আর বি | স্বপ্ন

 

গানের শিরোনামঃ চাঁদ মামা

ব্যান্ড/একক/মিক্সডঃ এল.আর.বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ স্বপ্ন

গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী

সঙ্গীত/কম্পোজারঃ এল.আর.বি

প্রকাশক কোম্পানিঃ সাউন্ডটেক

প্রকাশ সালঃ ১৯৯৬

চাঁদ মামা লিরিক্স | chad mama lyrics | আইয়ুব বাচ্চু | এল আর বি | স্বপ্ন

চাঁদ মামা লিরিক্স :

মধ্য রাতে মাথার উপর
চাঁদ টাকে একা পাই
চাঁদ ছাড়া যে আমার আর
অন্য কোনো মামা নাই

মধ্য রাতে মাথার উপর
চাঁদ টাকে একা পাই
চাঁদ ছাড়া যে আমার আর
অন্য কোনো মামা নাই

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা?

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা?

ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?

নিজের ছায়া নিজের কাছে
কেমন যেনো অচেনা লাগে
ছায়া যেনো অন্য মানুষ
চলে শুধু আমার আগে

চাঁদ মামা লিরিক্স | chad mama lyrics | আইয়ুব বাচ্চু | এল আর বি | স্বপ্ন

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা?

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা?

ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?

পথে আমায় কেউ চিনেনা
অনেক লোকের অনেক ভীড়ে
আমার আশা কেঁদে মরে
অবহেলায় শুন্য নীড়ে

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা?

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা?

ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?

মধ্য রাতে মাথার উপর
চাঁদ টাকে একা পাই
চাঁদ ছাড়া যে আমার আর
অন্য কোনো মামা নাই

মধ্য রাতে মাথার উপর
চাঁদ টাকে একা পাই
চাঁদ ছাড়া যে আমার আর
অন্য কোনো মামা নাই

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা?

সুখতলি ক্ষয়ে গেছে
ছিঁড়ে গেছে জামা
একটা চাকরি হবে, চাঁদ মামা?

ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা
একটা চাকরি হবে মামা?
ও চাঁদ মামা,
একটা চাকরি হবে মামা?

 

প্রাথমিক জীবন:

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা ইশহাক চোধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তার মতে তাদের পরিবারে সবাই “অতি ধার্মিক ছিলেন এবং সঙ্গীত নিজের পেশা হিসেবে বেছে নেওয়াটা কেউ গ্রহণ করেননি।”

তারা তিন ভাই-বোন ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর তার বাবা চট্টগ্রাম শহরের জুবীলি রোড এলাকায় একটি বাড়ি ক্রয় করেন, যেখানে বাচ্চুর বেশিরভাগ কৈশর জীবন অতিবহিত হয়। ১৯৭৩ সালে তার বাবা তাকে তার ১১তম জন্মদিনে একটি গীটার উপহার দেন। তার কৈশর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করে, যেমন তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে বড় রক ব্যান্ড লেড জেপলিন, ডিপ পার্পল, কুইন, দ্য জিমি হেনড্রিক্স এক্সপেরিয়েন্স ইত্যাদি।

চাঁদ মামা লিরিক্স | chad mama lyrics | আইয়ুব বাচ্চু | এল আর বি | স্বপ্ন

তন্মধ্যে জিমি হেনড্রিক্স এর গীটার বাজানো তাকে বেশি মুগ্ধ করেছিল। তাকে গীটার শেখাতো জেকব ডায়াজ নামের একজন বার্মিজ মানুষ যে তৎকালীন সময়ে চট্টগ্রামে থাকতো। ১৯৭৬ এর দিকে সে তার এক বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গীটার বাজাতো, যা ছিল একটি টিস্কো গীটার। পরে সে যখন গীটারটির প্রতি বেশি আগ্রহ দেখান, তার বন্ধু তাকে গীটারটি দিয়ে দেয়।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১৯৭৫ সালে তাকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো হয়। ১৯৭৯ সালে সে ওই স্কুল থেকে এস এস সি পরীক্ষা দিয়ে পাশ করেন। চট্টগ্রামে কলেজ জীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে তিনি একটি ব্যান্ডদল গড়ে তোলেন। এর নাম ছিল “গোল্ডেন বয়েজ”। পরে নাম বদলে করা হয় “আগলি বয়েজ”। সেই ব্যান্ডের গায়ক ছিল কুমার বিশ্বজিৎ এবং বাচ্চু ছিল গিটারিস্ট। সেই সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গান গাইতো এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করতো। ১৯৮০ সালে বাচ্চু ও বিশ্বজিৎ যখন সোলসে যোগদান করে তখন ব্যান্ডটি ভেঙে যায়।

আরও দেখুনঃ

Leave a Comment