চাপ নাই লিরিক্স | Chap nai lyrics | Tabib Mahmud | GullyBoy Rana | Rap Song

চাপ নাই লিরিক্স | এই গালিবয় রানার জীবনের গল্পটা বদলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী তাবিব মাহমুদ। যিনি বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ‘মিলিয়ন সাবস্ক্রাইব’ অর্জন করেছেন। ‘অধিকার-সাম্য-প্রতিবাদী’ গান গেয়ে জয় করেছেন লাখো শ্রোতার মন। আজ তাবিব হাঁটছেন মিলিয়ন ভক্তকে সাথে নিয়ে বিলিয়নের পথে।

চাপ নাই লিরিক্স | chap nai lyrics | Tabib Mahmud | GullyBoy Rana | Rap Song

Song Name : Chap Nai (চাপ নাই)
Singer : Tabib Mahmud | Rana
Lyrics : Tabib Mahmud
Label : Tabib Mahmud

চাপ নাই লিরিক্স | chap nai lyrics | Tabib Mahmud | GullyBoy Rana | Rap Song

চাপ নাই লিরিক্স :

এই আমি রানা গাল্লি বয়
থাকি চুপচাপ
আমি ভাঙ্গা লাঠি দিয়া
মারি বড় বড় সাপ,
এটা কামরাঙ্গির চর
টেম্পারেচার বেশি আছে
চার ডিগ্রি জ্বর ঢাকা
কাপে থর থর।
লাগে এক বলে ছয় রান
মাঠে সাকিবাল হাসান
আরে জয় পরাজয়ের
মাঝে এতই ব্যবধান
পুরা গ্ল্যালারির চাপ
আর আমি চাপের বাপ
বিশাল ছক্কা মাইরা দিছি
মাইপা সব খাপে খাপ।
শুভ্র ভাই নিলো নেতা
নেতা ভাব
নিচে হাফ প্যান পরা
মুখে পাইপ হাতে ডাব
আবার মুখ দিয়ে বিপ মারে
মাঝে মাঝে দম ছাড়ে
চাপ খাইয়া বাপ ডাকে
হিপহপ সং ছাড়ে
ঠিক আবার টক্কর নেই
কেউ করেনা মাফ
আবার চেকিং দিয়ে ফাইভস্টারে
টয়লেট করে সাফ
পুরা জিবনটা যা মুখে
ফ্যাক ফ্যাক হাসি
আরে চাপ নাই ভায়া
আমি তোরে ভালোবাসি।

চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ
আরে চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ..(x2)

 

চাপ নাই লিরিক্স | chap nai lyrics | Tabib Mahmud | GullyBoy Rana | Rap Song

 

আকাশ ভরা তারা আমার
চাদ বাগানে বাশ
যদি বাধ বাইন্দা তমি কইতা
গলায় দিছে ফাশ
সেটি মহা সর্বনাষ
অল্প বিদ্য ভয়ংকারি
অহংকারি দাষ
আজ জ্ঞানি হয়ছে তাশ
আরে চোরের মার বড় গলা
গৃহস্তের একদিন
আধুনিক পোলাপান ঘোলায়
ফেলছে রাত দিন
রুটির উপর সবজি দিয়া
নাম দিছে পিজ্জা
গরমে আরামে স্বরমে ভুইলা
বয়ে বয়ে পড়ছে লজ্জা
ধর তকতা মার পেরেক
বোঝা বড় টাফ
ভালোবাসা চাইলাম ফুল
তুমি দিলা আমায় হাফ
আমার হাসি খুশি মুখ
তবু বাশি হয়না মন
তাই চাপে খেলি ভালো
ভুলি কালো আবরন
আরে নাম যার চাপ নাই
তার চাপ সিমাহীন
চামের উপর বামে যাইয়া
চাপ খাইছে আলাদিন
চেরাগাতে ধরায় দিয়া
দৈত্য মামা হাওয়া হয়
চাপ নাই পেরা চাপ নাই ভায়া
লবন ছাড়া রোষ্ট ফেসবুকে
ছোট কইরা ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নেই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নেই
বাইকে বিশ্বাস করলে কোন
টেনশন নেই।
আরে,লবন ছাড়া রোষ্ট ফেসবুকে
ছোট কইরা ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নেই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নেই।
আরে নাই নাই নাই কোন টেনশন নাই।

আরে চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ..(x4)

 

 

Tabib Mahmud | তাবিব মাহামুদঃ

ব্যস্ত ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের আট নম্বর গলিতে থাকেন ১০ বছর বয়সী ছোট্ট শিশু রানা মৃধা। ‘গালি বয় রানা’ হিসেবেই যাকে চেনেন সবাই। যার সুরে ফুটে উঠেছে শহর-বন্দরের গলি, ফুটপাতে বেড়ে ওঠা হাজারও পথ শিশুর জীবনকথা, চাওয়া, না পাওয়া, বঞ্চনার চিত্র।

গত বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অপরিচিত ফুল-বিক্রেতা সেই রানা আজ সুপার স্টার ‘গালি বয় রানা’। কামরাঙ্গীরচরের গলি পেরিয়ে রানাকে নিয়ে আজ আলোচনা-সমালোচনায় মগ্ন দেশ-বিদেশের শত শত ইউটিউবার। পৃথিবীর কোটি মানুষের মুখে এখন রানার নাম।

এই গালিবয় রানার জীবনের গল্পটা বদলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী তাবিব মাহমুদ। যিনি বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ‘মিলিয়ন সাবস্ক্রাইব’ অর্জন করেছেন। ‘অধিকার-সাম্য-প্রতিবাদী’ গান গেয়ে জয় করেছেন লাখো শ্রোতার মন। আজ তাবিব হাঁটছেন মিলিয়ন ভক্তকে সাথে নিয়ে বিলিয়নের পথে।

 

চাপ নাই লিরিক্স | chap nai lyrics | Tabib Mahmud | GullyBoy Rana | Rap Song
চাপ নাই লিরিক্স | chap nai lyrics | Tabib Mahmud | GullyBoy Rana | Rap Song

 

তাবিব এই ১০ বছরের ছোট্ট শিশু রানাকে নিয়ে উঠেছেন কয়েকশ মঞ্চে। গান গেয়েছেন এক সঙ্গে। শুধু গানে সীমাবদ্ধ থাকেনি তাবিব। রানাকে স্কুলে ভর্তি করান তিনি। রানার নিয়মিত লেখাপড়ার তদারকিও করছেন তিনি। কিভাবে রানাদের সুপার স্টার বানানো যায়, তা বিশ্বকে তাবিব দেখিয়ে দিয়েছেন। বিভিন্ন কারণে এক সময় বাংলাদেশের অনেক মানুষ ‘র‍্যাপ সং’ অপছন্দ করতেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তাদের ধারণা ছিলো, এগুলো অসামাজিক গান। তবে তাবিব এই ধারণাকে বদলে দিয়ে কবিতার ভাষাকে গানের সুরে ফুটিয়ে তুলেছেন। এভাবে মানুষের ভালোবাসায় এগিয়ে চলছেন তাবিব মাহমুদ। মিলিয়ন মানুষকে সঙ্গে নিয়ে ছুটছেন বিলিয়নের পথে। রানাদের অধিকারের কথা বলতে, রানাদের সঙ্গে নিয়ে চলতে, রানাদের জীবন বদলাতে জন্ম হোক আরও হাজারটা তাবিবের।

আরও দেখুনঃ

Leave a Comment