চিরদিনই তুমি যে আমার লিরিক্স | কিশোর কুমার (৪ আগস্ট, ১৯২৯ – ১৩ অক্টোবর, ১৯৮৭) ছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। কিশোর কুমারের চার অদ্ভুত কাহিনী:-কিশোর কুমার ৪ই আগস্ট ৪টার সময় জন্ম গ্রহণ করেন এবং ৪র্থ সন্তান। তিনি জীবনে ৪ টি বিয়ে করেন, চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন।
চিরদিনই তুমি যে আমার লিরিক্স | Chirodini Tumi Je Amar Lyrics | Kishore Kumar
Movie Name – Amar Sangi
Singer – Kishore Kumar
Music Composer – Bappi Lahiri
Lyrics – Pulak Bandhopadhyay

চিরদিনই তুমি যে আমার লিরিক্স :
চিরোদিনি তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমারি (x2)
আমি আছি, সেই যে তোমার,
তুমি আছো সেই আমারি
সঙ্গী.. সঙ্গী.. আমরা অমর সঙ্গী।
এত কাছে রয়েছো তুমি,
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই (x2)
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
সঙ্গী.. সঙ্গী.. আমরা অমর সঙ্গী।
এ জীবন ফুরিয়ে যেদিন
পাব এক নতুন জীবন,
সেদিনও হবে একাকার,
দুজনার এই দুটি মন (x2)
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দকারে।
চিরদিনই তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমারই
আমি আছি, সেই যে তোমার,
তুমি আছো সেই আমারই।
সঙ্গী.. সঙ্গী..আমরা অমর সঙ্গী।

Chirodini Tumi Je Amar Lyrics :
Chirodini tumi je amar juge juge ami tomari
Chirodini tumi je amar juge juge ami tomari
Ami achi sei je tomar, tumi acho sei amari
Songi.. Songi.. Amara Amar Sangi..
Eto kache royecho tumi
Aro kache tomake je chai
Tumi chara emon apon
Amar je ar keu nai.. [x2]
AMi ki-go tomake chere
Eka eka thakte pari..
Songi.. Songi.. Amara Amar Sangi..
Hm.. hm.. hm .. hmhm..
E-jibon furiye jedin
Pabo ek natun jibon
Sedin-o hobe eka kar
Dujonar ei duto mon.. [x2]
Hridoyer.. sobh kobitay
Jhore pore chanda kaare..
কর্মজীবন
পঞ্চাশের দশকের সাফল্য
কিশোর কুমারের অভিনয় খুব একটা পছন্দ ছিল না। তিনি গান গাইতেই চাইতেন। কিন্তু তার গানের কোন ধরাবাঁধা শিক্ষা ছিল না। দাদা অশোক কুমারের ফিল্ম জগতে অনেক পরিচিতি থাকার ফলে কিশোর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান কিন্তু সেগুলিতে দর্শকদের মনে তেমন সাড়া জাগাতে পারেননি। তবে এই চলচ্চিত্রগুলোয় তিনি গান গাইবার সুযোগ পেতেন। এই প্রাথমিক অবস্থায় তিনি কুন্দন লাল সায়গলের নকল করে গাইতেন।
পরে শচীন দেব বর্মনের পরমর্শে তিনি নিজের গাইবার কায়দা পাল্টান এবং এমন এক গাইবার কায়দা উদ্ভাবন করেন যা সেই সময়ের অপর প্রধান দুই গায়ক মহম্মদ রফি এবং মুকেশের থেকে সম্পূর্ণ আলাদা। তার গানের বৈশিষ্ট্য ছিল গলাকে ভেঙে গান গাওয়া যা আগে কখনও শোনা যায়নি। তবে এই কায়দা খুবই জনপ্রিয় হয়। পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি একজন প্রতিষ্ঠিত কমেডি নায়ক হিসাবে জনপ্রিয় হন।

তার অভিনয়ের কায়দা ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। সেই সময়ের প্রবল জনপ্রিয় এবং ক্ষমতাশালী তিন নায়ক – রাজ কাপুর, দেব আনন্দ এবং দিলীপ কুমার বলিউড শাসন করা সত্ত্বেও কিশোর কুমার নিজের এক পৃথক জায়গা তৈরি করতে সক্ষম হন। পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি ছিলেন এক প্রবল ব্যস্ত, সফল নায়ক এবং গায়ক। এছাড়াও তিনি সুরকার, গীতিকার এবং প্রযোজকের ভূমিকাও পালন করতে লাগেন। শচীনদেব বর্মন ছাড়াও আরেক সুরকার যিনি কিশোরের সঙ্গীত প্রতিভা বুঝতে পেরেছিলেন তিনি হলেন খেমচাঁদ প্রকাশ।
খেমচাঁদ প্রকাশের সুর জিদ্দি চলচ্চিত্রের গান গেয়ে কিশোর গায়ক হিসাবে পায়ের নিচে মাটি পান। এছাড়া অন্যান্য সুরকার যেমন রবি এবং দুই বিশিষ্ট গীতিকার – মজরু সুলতানপুরি ও শৈলেন্দ্র কিশোরের ভক্ত হয়ে ওঠেন। এই সময়ের তার গায়ক হিসাবে অন্যতম চলচ্চিত্রগুলোর মধ্যে আছে পেয়িং গেস্ট (১৯৫৭), চলতি কা নাম গাড়ি (১৯৫৮), তিন দেবিয়াঁ।
আরও দেখুনঃ

