দয়াল তোর লাইগা রে লিরিক্স | doyal tor laiga re lyrics | Taheri Hujur
তাহেরি হুজুরঃ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চাপাইর গ্রাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাস করেন।

তার বাবার নাম মাওলানা নজিবউদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন আরবি শিক্ষক।আর মা মোহছেনা বেগম একজন গৃহীণি।
পারিবারিক জীবনে তাহেরী দুই সন্তানের জনক। তার ৩ মাস বয়সী ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ছেলের নাম তাওফিক রেজা ও মেয়ের নাম তাবাসসুম। সন্তানদের তিনি হাফেজ বানাতে চান ।
বর্তমান সময়ে ওয়াজ-মাহফিলে কী ধরনের আলোচনার প্রতি বক্তাদের গুরুত্ব দেয়া উচিত? এমন প্রশ্নের জবাবে তাহেরী বলেন, ধর্মের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস, পরকালে বিশ্বাস এ সব বিষয়ে জানানো জরুরি।

দয়াল তোর লাইগা রে লিরিক্স | doyal tor laiga re lyrics | Taheri Hujur
তাহেরি হুজুর

দয়াল তোর লাইগা রে লিরিক্স :
দয়াল তর লাইগা রে,
ফয়েজি, তর লাইগা রে
আমার অঙ্গ ঝরঝর
মনে লয় উড়িয়া যাইতাম,
ছাইরা বাড়ি ঘর
ফয়েজি তর লাইগা রে..দয়ালবাবা
ও মুরশিদ ও ও ও ও…ওরে বাটপার
খেয়া ঘাটের কাছে গেলাম,
পাড় হয়িবার আশে
এ হে,খেয়া ঘাটের কাছে গেলাম,
পাড় হয়িবার আশে
আমারে দেখিয়ারে খেয়া
দুরে দুরে বাসে গো দয়াল
আমারে দেখিয়ারে খেয়া…
দুরে দুরে বাসে গো ফয়েজি
তর লাইগা রে আমার অঙ্গ
ঝর ঝর, মনে লয় ছাড়িয়ে
যাইতাম ছাইরা বাড়ি ঘর,
ও বাজান তর লাইগা রে দয়ালবাবা
ও মুরশিদ ও ও ও,
গহিনো জঙ্গলার মাঝে
বাধিলাম এই ঘর
গহিনো জঙ্গলার মাঝে
বাধিলাম এই ঘর
ভাই ও নাই রে বান্ধব নাইরে
কে লইবে খবর,
ফয়েজি,ভাই ও নাইরে
বান্ধব নাইরে কে লইবে খবর,
ফয়েজি শাহ তর লাইগা রে
ফয়েজি শাহতর লাইগা রে
আমার অঙ্গ ঝর ঝর,
মনে লয় ছাড়িয়ে
যাইতাম ছাইরা বাড়ি ঘর,
ও বাজান তর লাইগা রে
ও মুরশিদ ও ও ও,ওরে চিটার
বট বৃক্ষের নিচে গেলাম,
ছায়া পাইবার আশে
এ বট বৃক্ষের নিচে গেলাম,
ছায়া পাইবার আশে
ডাল ভাঙিয়া রুদ্র লাগে
আপন কর্ম দূশে ও ফয়েজি শাহ
ডাল ভাঙিয়া রুদ্র লাগে
আপন কর্ম দূশে ও ফয়েজি শাহ
তর লাইগা রে আমার অঙ্গ
ঝর ঝর, মনে লয় ছাড়িয়ে
যাইতাম ছাইরা বাড়ি ঘর,
ও বাজান তর লাইগা রে

Doyal tor laiga re lyrics in english :
Doyal tor laiga re
Foyezi tor laiga re
Amar Ongo jhorojhor
Mone loy uriya jaitam
Thuiya bari ghar
Foyezi tor laiga re, MashaAllah
Ohh Murshid ooooo
Kheya ghate kache gelam
Par hoiybar ashe
Amare Dekhiyare kheya
Dure dure bose go doyal
Ooo murshid… Oooo

আরও দেখুনঃ
