নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty
নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। নচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয় ।
![নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty 2 নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/1630477415_whatsapp-image-2021-09-01-at-11-50-56-300x169.jpeg)
জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৪, কলকাতায়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে ,পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা। প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং প্রকাশ পাওয়া মাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়। নচিকেতা চক্রবর্তী মুহুর্তে হয়ে যান নচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস। পিছন ফিরে তাকাতে হয়নি কখনও।
তার সবচেয়ে প্রিয় গান (নীজের লেখা গানের মধ্যে) ‘নীলাঞ্জনা ৩য় খন্ড’। এ পর্যন্ত তিনি তিনশতরও বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন। লেখা-লেখির ক্ষেত্রে জ্যাক লন্ডন এর লেখা পড়ে তিনি প্রথম অনুপ্রাণিত হয়েছেন। এ ছাড়া মহাভারতের কৃষ্ণ চরিত্র তাকে প্রভাবিত করে। গল্প লেখার জন্য অনুপ্রাণিত করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
‘লেখক’ নচিকেতার গল্পের বৈশিষ্ট্য, তিনি গল্পে পারতপক্ষে নারী চরিত্র রাখতে চান না। (১৯৯২) সালে তার প্রথম অ্যালবাম “এই বেশ ভালো আছি” মুক্তি পায়; এটি একটি তাৎক্ষণিক হিট অ্যালবাম ছিল। প্রাথমিক পর্যায়ে তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সব বয়সের শ্রোতাকে স্পর্শ করতে পেরেছিলেন। চলিত ভাষার ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি নব্বইয়ের দশকের দিকে বাংলা সঙ্গীতের নিশ্চল অবস্থায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) এবং নচিকেতা বাংলা গানের এর প্রাচীন ধারণাকে পরিবর্তন করেছেন
![নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty 3 নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/Nachiketa-300x167.jpeg)
Song : Se Prothom Prem Amar Nilanjana
Album Name : Ei Besh Bhalo Aachhi
Vocal, Music And Lyrics : Nachiketa Chakraborty
নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty
![নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty 4 Google News](https://music.glive24.com/wp-content/uploads/2024/03/Google-News-300x181.png)
নিলাঞ্জনা লিরিক্স বাংলা :
হয়তো কারোর বুকে মাথা রেখে
হয়তো কারোর বুকে মাথা রেখে
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তা উষ্ননতা দিয়ে ঢাকবে যন্ত্রনা
নীলান্জনা, নীলান্জনা,
নীলান্জনা, নীলান্জনা..
স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি
সুখের অসুখ আজ মহামারী
চেনা চেনা গান চেনা অভিমা
চেনা বিছানায় চুরি সম্মান
পুরোনো স্বপ্ন শত পাখি হয়ে
সুদূরে দিয়েছে পাড়ি
লাগে মাসকারা দুচোখ আঁকতে
ক্লান্তির কালো রংকে ঢাকতে
রাতের চাদরে মুখ ঢেকে খোজো
কিসের শান্তনা
নীলান্জনা, নীলান্জনা,
নীলান্জনা, নীলান্জনা..
হয়তো কারোর বুকে মাথা রেখে
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তা উষ্ননতা দিয়ে ঢাকবে যন্ত্রনা
নীলান্জনা, নীলান্জনা,
নীলান্জনা, নীলান্জনা..
![নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty 5 নিলাঞ্জনা লিরিক্স [ Nilanjona lyrics ] | Nachiketa Chakraborty](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/images-39.jpeg)
https://www.youtube.com/watch?v=AGWZ9lfjR90
Nilanjona lyrics in english :
Hoy to karur buke matha rekhe
Hoyto karor buke matha rekhe
Dirghoswash haasi diye dheke
Nirapottar ushnota diye dhakbe jontrona
Nilanjana.. Nilanjona..
Swami shontan flat ar gari
Sukher oshuk aaj mohamari
Chena chena gaan chena abhimaan
Chena bichanay churi shomman
Purono swapno shoto pakhi hoye
Shudure diyeche pari
Laage mashkara du-chokh ankte
Klantir kalo rong ke dhakte [x2]
Raater chadore mukh dheke khojo
Kisher shantona
Nillanjona.. Nilanjana..
Hoyto karor buke matha rekhe
Dirghoswash haasi diye dheke
Nirapottar ushnota diye dhakbe jontrona
Nilanjana.. Nilanjona..
Nilanjana.. Nilanjona..