অভিমান লিরিক্স 2 | Oviman Lyrics : মেহজাবিন চৌধুরী (জন্ম: ১৯ এপ্রিল ১৯৯১) বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

অভিমান লিরিক্স 2 | Oviman Lyrics | Tanveer Evan | Jovan | Mehazabien
Song : Oviman – অভিমান
Singer: Tanveer Evan
Lyrics and tune: Tanveer Evan
Music Composition: Piran Khan
Guitar: Amrick Das Gupta
Flute: Rahul Sarker Shuvo
অভিমান সুমন লিরিক্স :
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে
তুমি বুঝনি আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি (২ বার)
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝনি বুঝনি
কখনো যদি আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো
কখনো যদি হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো
আমি প্রতি রাত হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়
করে বসি তোমায় ভেবে
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন
তুমি বোঝোনি কেন আমাকে
তুমি বুঝনি আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি (২ বার)
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝোনি বুঝোনি
Oviman Lyrics in roman :
Ami parini tomake
Apon kore rakhte
Ami parini tomake
Abar amar kore rakhte
Tumi bujhoni, Ami bolini
Tumi shopno te keno asoni
Amar oviman tomake niye
Sob geyechi (2)
Gaane gaane surey surey koto kotha
Bolechi tomake
Tumi bujhoni bujhoni
Kokhono jodi aanmone cheye
Akasher paane amake khujo
Kokhono jodi hotath ese
Joriye dhore bolo valobasho
Ami proti rat ha protikkhon
Khub ojanay koto ovinoy
Kore bosi tomay vebe

মেহজাবিন চৌধুরী (জন্ম: ১৯ এপ্রিল ১৯৯১) বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।
প্রাথমিক জীবন
মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন।ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
অভিনয় জীবন
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।
ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি।২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।
আরও পড়ুনঃ