আগে কি সুন্দর দিন কাটাইতাম লিরিক্স | উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন
আগে কি সুন্দর দিন কাটাইতাম লিরিক্স | Age Ki Sundor Din Kataitam Lyrics | Bangla Folk Song
Song: Age Ki Sundor Din Kataitam
Lyrics & Tune : Shah Abdul Karim
Singer : Arkadeep Mishra
Band Name : The Folk Diaryz

আগে কি সুন্দর দিন কাটাইতাম লিরিক্স :
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান,
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
হায়রে,
মিলিয়া বাউলা গান আর সারি গান গাইতাম
আগে কি-সুন্দর দিন কাটাইতাম,
আমরা আগে-কি সুন্দর দিন কাটাইতাম।
হিন্দুগো বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম,
বাউলা গান, ঘাটু গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
আগে কি-সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে -কি সুন্দর দিন কাটাইতাম।

বর্ষা যখন হইত, গাজির গান আইত
রংগে ঢংগে গাইত আনন্দ পাইতাম,
কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার,
কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার,
আমরা কি এসবের নাম জানিতাম
হায়রে আমরা কি এসবের নাম জানিতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।
করি এ ভাবনা, সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম,
দিন হইতে দিন আসে রে কঠিন,
দিন হইতে দিন আসে রে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম, হায়রে
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম,
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।
প্রাথমিক জীবনঃ
শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন। তিনি আফতাব-উন-নেসা কে বিয়ে করেন, যাকে তিনি সরলা নামে ডাকতেন। তিনি ১৯৫৭ সাল থেকে তার জন্মগ্রামের পাশে উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।

ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।