আজ আমার বান্ধব কেহ নাই লিরিক্স | Aj amar bandhob keho nai bole lyrics | আব্দুল লতিফ

আজ আমার বান্ধব কেহ নাই লিরিক্স | গানটি একটি বাংলার বাউল গান ।  যা লিখেছেন  একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আব্দুল লতিফ।

আজ আমার বান্ধব কেহ নাই লিরিক্স | আব্দুল লতিফ

Aj amar bandhob keho nai bole lyrics | Abdul Latif

গীতিকারঃ আব্দুল লতিফ

 

আজ আমার বান্ধব কেহ নাই লিরিক্স | Aj amar bandhob keho nai bole lyrics | আব্দুল লতিফ

 

আজ আমার বান্ধব কেহ নাই লিরিক্স :

আজ আমার বান্ধব কেহ নাই দয়াল তুমি বিহনে….
ডুবু ডুবু তরী কেমনে ধরি পাড়ি,
হাইলে বৈঠা খাইল রে ঘুনে,
দয়াল তুমি বিহনে……
দেখে নদীর ঝড় সবাই হইল পর
ফেলিয়া আমায় তুফানে,
কোথায় আছো দয়াল
ডাকে তোমার কাঙ্গাল
তরাইয়া লও ঘোর এ নিদানে….
ডাকিতে ডাকিতে হয় যদি মরণ
দুঃখ রবে না ভুবনে
আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ
রেখে দিও গুরুর চরণে
দয়াল তুমি বিহনে……
ঐ চরণের ছোয়ায় অমৃত সুধায়
ঘুচিবে কলঙ্ক জীবনে
কয় লতিফ সরকার দয়াল চাঁন হলে আমার
ধন্য জীবন হবে ভুবনে
দয়াল তুমি বিহনে……

Glive24.com, Logo, 252x68 px White

আব্দুল লতিফঃ

আমার ডুবু ডুবু তরী গানের গীতিকার আব্দুল লতিফ  একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আবদুল গাফফার চৌধুরীর কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন ।

তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে চাকরি করেছেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment