আজ কেন আমায় লিরিক্স | Aaj keno Amay Lyrics | (হে রাসূল, আপনি) বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ মাফ করে দিবেন; আল্লাহ তা’লা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান.
আজ কেন আমায় লিরিক্স | Aaj keno Amay Lyrics | Bangla Gajol

আজ কেন আমায় লিরিক্স :

Aaj keno Amay Lyrics In English:
গজল এর গঠন
গজল গানের কলিগুলোর অর্থ প্রায়ই দ্ব্যর্থবোধক। প্রেম যখন পুরুষ বা নারীর প্রতি নিবেদিত হয় তখন সে গজল মানব-প্রেম বা পার্থিব-প্রেম, আবার প্রেম যখন স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত হয় তখন তা আধ্যাত্মিক প্রেম। তাই গজল গান এক ধরনের ‘ভাব-সঙ্গীত’ বলেও পরিচিত।
গজলের আরেকটি রূপও আছে। সে রূপটি অন্য কোন গানে নেই। আবৃত্তি আকারে গজল পরিবেশন। এসব ধর্মই গজল গান শাস্ত্রীয় সঙ্গীতের ভুবনে আলাদা জাত হিসেবে গণ্য।
বাংলাদেশে অনেক শিল্পিগোষ্টি বর্তমান শ্রুতি মধুর গজল পরিবেশনা করে থাকে । আমি দেখিনি তোমায় চোখের তারায় বর্তমান গজল গুলোর মাঝে অন্যতম ।
গজল শাস্ত্রীয় সঙ্গীতের এক ব্যতিক্রমধর্মী গান। এ গানের ‘ভাষার কাব্য ভাব, রাগের স্বর বিন্যাস ও তালের ছন্দ মাধুর্য এক অনির্বাচনীয় পরিবেশ সৃষ্টি করে থাকে।
আরও দেখুনঃ
- আমার চালাকি লিরিক্স | Amar Chalak Lyrics | Anupam Roy | Arjun | Madhumita
- ঐ দূর সীমানায় লিরিক্স | Oi dur shimanay lyrics | gojol | hujaifa islam
- তোমায় দেখলে মনে লিরিক্স | Tomay dekhle mone lyrics | Andrew kishor | Kanak chapa
- আকাশ ভরা সূর্য লিরিক্স | Akash vhora surjo tara lyrics | Srikanto Acharya
- সোনা দিয়া লিরিক্স | Shona dia lyrics | Mujib Pordeshi