আপন মানুষ দুঃখ দিলে লিরিক্স | Apon Manush Dukkho Diley Lyrics | আক্কাস দেওয়ান

আপন মানুষ দুঃখ দিলে লিরিক্স | বাংলার বাউল বা বাউল সংগীত অদ্যাবধি গবেষকেরা যেমন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে পারেন নি, তবে বাউলের উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক কোনো গবেষক বলেছেন- সংস্কৃত “বায়ু” থেকে বাউল শব্দটির উৎপত্তি, বাংলার যে সব লোক “বায়ু” অর্থাৎ শ্বাস-প্রশ্বাস ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি লাভ করার চেষ্টা করেন, তারাই বাউল।

আপন মানুষ দুঃখ দিলে লিরিক্স | Apon Manush Dukkho Diley Lyrics | আক্কাস দেওয়ান

 

আপন মানুষ দুঃখ দিলে লিরিক্স | Apon Manush Dukkho Diley Lyrics | আক্কাস দেওয়ান

 

আপন মানুষ দুঃখ দিলে লিরিক্স :

পর মানুষে দুঃখ দিলে
দুঃখ মনে হয় না,
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
সবার একজন মনের মানুষ,
প্রাণের মানুষ থাকে,
মন প্রাণ উজাড় করিয়া
ভালবাসে তাকে।
ভালবাসে যে যাহাকে
কষ্ট যেন দেয় না,
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
পাথরের আঘাতে কেহ
খুশিতে হাসে,
ফুলের আঘাত পেয়ে কেহ
কেঁদে ধুলায় মিশে !
পাথরের আঘাত সয় বুকে,
ফুলের আঘাত সয় না;
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
ভালবাসলে স্বার্থ ভুলে
ভালবাসিও,
ভাল যারে বাসিয়াছ
ভালবেসেই যাইও
আক্কাস দেওয়ান
মরলে কইও
বন্ধু যেন ছোঁয় না !
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !

আপন মানুষ দুঃখ দিলে লিরিক্স | Apon Manush Dukkho Diley Lyrics | আক্কাস দেওয়ান

 

Apon Manush Dukkho Diley Lyrics :

Amar por manushe dukkho dile
Dukkho mone hoy na.
Abar por manushe kosto dile
Kosto mone hoy na.
Apon manush dukkho dile
Ore bandhob mene neoa jaay na.
por manushe dukkho dile
Dukkho mone hoy na.
por manushe kosto dile
Kosto mone hoy na.
Apon manush dukkho dile
Mene neoa jaay na.
Moner manush betha dile
Mene neoa jaay na.
por manushe dukkho dile
Dukkho mone hoy na.
por manushe kosto dile
Kosto mone hoy na.
Apon manush dukkho dile
Mene neoa jaay na.
Moner manush betha dile
Mene neoa jaay na.
Shobar akjon moner manush
Praner manush thake.
Mono pran ujar koira
Valobasho take.
Shobar akjon moner manush
Praner manush thake.
Mono pran ujar koira
Valobasho take.
Je jahake valobashe
Kosto jeno dey na.
Je jahake valobashe
Dukkho jeno dey na.
Apon manush dukkho dile
Mene neoa jaay na.
Moner manush betha dile
Mene neoa jaay na.
Valo lagle sartho vule valobashiyo
Valo jage beshecho go
Valobeshe jaiyo.
Valo lagle sartho vule valobashiyo
Valo jare beshecho go
Valobeshe jaiyo.
Akash daowan morle koiyo
Kajol jeno choy na.
Aber Kajol daowan morle koiyo
Akash jeno choy na.
Apon manush dukkho dile
Mene neoa jaay na.
Moner manush betha dile
Mene neoa jaay na.
Pathorer aghate keho
Khushite hashe.
phooler aghat paiya aber
kende dhulay meshe.
Pathorer aghate keho
Khushite hashe.
phooler aghat paiya aber
kende dhulay meshe.
Pathorer aghat soy gaye
phooler aghat soy na.
Pathorer aghat soy gaye
phooler aghat soy na.
Apon manush dukkho dile
Mene neoa jaay na.
Moner manush betha dile
Mene neoa jaay na.
por manushe dukkho dile
Dukkho mone hoy na.
por manushe kosto dile
Kosto mone hoy na.
Apon manush dukkho dile
Mene neoa jaay na.
Moner manush betha dile
Mene neoa jaay na.
Bhaber manushe dukkho dile
Mene neoa jaay na.
Praner mahush betha dile
Mene neoa jaay na.
Moner manush Apon manush
Bhaber manushe Praner mahush
dukkho dile ore bandhob
Mene neoa jaay na.

আক্কাস দেওয়ান উৎপত্তি

 

শান্তিনিকেতনের বাটিক প্রিন্টিংয়ে বাউলের চিত্র।

বাউল শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। অতিপ্রাচীনকাল থেকে বাউল শব্দটির প্রচলন লক্ষ করা যায়। আনুমানিক সপ্তদশ শতক থেকে বাউল নামের ব্যবহার ছিল বলে জানা যায়, চৈতন্যচরিতামৃত গ্রন্থের আদিলীলা অংশে এর ব্যবহার লক্ষ করা করা যায়, চৈতন্যচরিতামৃত গ্রন্থে মহাপ্রভু, রামানন্দ রায় ও সনাতন গোস্বামীর নিকট কৃষ্ণ বিরহ বিধুর নিজেকে মহাবাউল হিসেবে আখ্যায়িত করেছেন। সেই থেকে অনুমান করা হয়,বাউল শব্দের উৎপত্তির কথা। বাউলের রয়েছে নানাবিধ শাখাপ্রশাখা, একেক সম্প্রদায়ের বাউলেরা একেক মত অনুসারী, সেগুলো তাদের সম্প্রদায়ভেদে ধর্মীয় উপাসনার একটি অংশ।

বাউলদের প্রকারভেদ

গৃহত্যাগী বাউল

বাউলদের মধ্যে দুটি শ্রেণি আছে গৃহত্যাগী বাউল ও গৃহী বা সংসারী বাউল। যারা গুরুর নিকট দীক্ষা (ভেক খিলাফত) নিয়ে গৃহত্যাগ করে, তাদেরকে ত্যাগী বা ভেকধারী বাউল বলা হয়। এই শ্রেণির বাউলরা পুরোপুরি সংসার ও সমাজ বিমুখ, ভিক্ষাই তাদের একমাত্র পেশা। তারা আখড়ায় আখড়ায় ঘুরে বেড়ায় এবং সেখানে সাময়িকভাবে অবস্থান করে। পুরুষরা সাধারণত সাদা লুঙ্গি এবং সাদা আলখাল্লা এবং মহিলারা সাদা শাড়ি পরিধান করে। তাদের কাধে থাকে ভিক্ষার ঝুলি। তারা সন্তান ধারণ বা প্রতিপালন করতে পারে না। এই [৫]ধরনের জীবনকে বলা হয় ‘জ্যান্তে মরা’ বা জীবন্মৃত। মহিলাদেরকে বলা হয় সেবাদাসী। পুরুষ বাউল এক বা একাধিক সেবাদাসী রাখতে পারে। এই সেবাদাসীরা বাউলদের সাধনসঙ্গিনী। ১৯৭৬ সাল অবধি বৃহত্তর কুষ্টিয়া জেলায় ২৫২ জন ভেকধারী বাউল ছিল। ১৯৮২-৮৩ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯০৫ জনে দাঁড়ায়। বর্তমানে সমগ্র দেশে ভেকধারী বাউলের সংখ্যা প্রায় পাঁচ হাজার।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সংসারী বাউল

গৃহী বা সংসারী বাউলরা স্ত্রী-পুত্র-পরিজনসহ লোকালয়ে একটি নিদিষ্ট আলাদা পাড়ায় বাস করেন। সমাজের অন্যদের সঙ্গে তাদের ওঠা-বসা, বিবাহ ইত্যাদি নিষিদ্ধ। ভেকধারী বাউলদের মতো তাদের কঠোর সাধনা করতে হয় না, বরং ‘কলমা’ বা ‘বীজমন্ত্র’ পাঠ এবং নির্দিষ্ট কিছু সাধন-ভজন প্রক্রিয়া অনুসরণ করলেই হয়। ভেকধারী বাউলরা গৃহী বাউলদের দীক্ষা দিয়ে থাকে। উভয়ের সম্পর্ক অনেকটা পীর-মুরিদের মতো। দীক্ষা নেওয়ার পর সন্তানধারণ নিষিদ্ধ, তবে গুরুর অনুমতিক্রমে কেউ কেউ সন্তান ধারণ করতে পারে।

বর্তমানে কৃষিজীবী, তন্তুবায় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাউল হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব ব্যক্তির মধ্যে অনেকে কলকারখানার শ্রমিক ও দৈনন্দিন মজুর পর্যায়ভুক্ত। বাউলমতে দীক্ষিত হওয়ার পূর্বে বিবাহ হয়ে থাকলে নতুন করে কোনো অনুষ্ঠান করতে হয় না। ত্যাগী বাউলদের সেবাদাসী ‘কণ্ঠিবদল’ করে একজনকে ছেড়ে অন্য জনের সঙ্গে চলে যেতে পারে। বর্তমানে গৃহী বাউলদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিস্তৃতি

বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা “জয়দেব বাউলমেলা” নামে বিখ্যাত।

দর্শন

বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক। তারা মানবতার বাণী প্রচার করে। বাউল মতে বৈষ্ণবধর্ম এবং সূফীবাদের প্রভাব লক্ষ করা যায়। বাউলরা সবচেয়ে গুরুত্ব দেয় আত্মাকে। তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বাস করে তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করে। সাধারণত প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও বাউলরা জীবনদর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন।

আরও দেখুন :

Leave a Comment