আবার হবে তো দেখা লিরিক্স : মান্না দে ১৯৪২ সালে কৃষ্ণ চন্দ্র দে’র সাথে বোম্বে (বর্তমান মুম্বাই) দেখতে আসেন। সেখানে শুরুতে তিনি কৃষ্ণ চন্দ্র দে’র অধীনে সহকারী হিসেবে এবং তারপর শচীন দেব বর্মণ (এস.ডি. বর্মণ) এর অধীনে কাজ করেন। পরবর্তীতে তিনি অন্যান্য স্বনামধন্য গীতিকারের সান্নিধ্যে আসেন এবং তারপর স্বাধীনভাবে নিজেই কাজ করতে শুরু করেন। ঐ সময় তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার পাশাপাশি উস্তাদ আমান আলি খান এবং উস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন।
আবার হবে তো দেখা লিরিক্স | Abar hobe to dekha lyrics | Manna dey |বাংলা গান

আবার হবে তো দেখা লিরিক্স :
আবার হবে তো দেখা,
এ দেখাই শেষ দেখা নয়তো (x2)
কি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজো হয়তো ..
এ দেখাই শেষ দেখা নয়তো।
যাবার বেলায় আজ,
কেন যে কেবলি মনে পড়ে গো
অসময়ে নীল আকাশে,
কতদিন কত মেঘ ধরে গো
শপথের মালাতেও,
মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো ..
এ দেখাই শেষ দেখা নয় তো।
এমন তো হতে পারে,
সবই তুমি খেলা ভেবে নিয়েছো
খেয়ালের অভিনয়ে,
আমায় কথার কথা দিয়েছো
বলনা সহজ করে,
আমায় পেরেছো তুমি বুঝতে
হয়নি একটু দেরি,
এ গানের কোন মানে খুঁজতে
কাছে থেকে দূরে গেলে, নেই কিছু
হারাবার ভয়তো ..
এ দেখাই শেষ দেখা নয়তো।
আবার হবে তো দেখা,
এ দেখাই শেষ দেখা নয়তো,
এ দেখাই শেষ দেখা নয়তো।
Abar hobe to dekha lyrics in english:
Abar Hobe-to Dekha
E Dekhai Sesh Dekha Noyto
Ki Chokhe Tomay Dekhi
Bojhate Parini Aajo Hoyto..
E Dekhai Shesh Dekha Noy-to
Jabar Belay Aaj keno je keboli mone pore go
Oshomoye Neel Akashe Kotodin Koto Megh Bhore go
Shopother Malate-O
Majhe Majhe Kanta Jege Roy To
Emon-to Hote Pare
Shobi Tumi Khela Bhebe Niyecho
Heyalir Obhinoye
Amay Kothar Kotha Diyecho
Bolona Shohoj Kore
Amae Perecho Tumi Bujhte
Hoyni Ektu Deri
E Gaaner Kono Maane Khujte
Kache Theke Dure Gele
Nei Kichu Harabar Bhoy to..
প্রাথমিক পেশাগত জীবন
‘তামান্না’ (১৯৪৩) চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্না দে‘র অভিষেক ঘটে। সুরাইয়া’র সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং সুরকার ছিলেন কৃষ্ণ চন্দ্র দে। ঐ সময়ে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। ‘মশাল’ (১৯৫০) ছবিতে শচীন দেব বর্মণের গীত রচনায় ‘ওপার গগন বিশাল’ নামে একক গান গেয়েছিলেন। এর গানের কথা লিখেছিলেন কবি প্রদীপ। ১৯৫২ সালে মান্না দে বাংলা এবং মারাঠী ছবিতে একই নামে এবং গল্পে ‘আমার ভূপালী’ গান গান। এরফলেই তিনি প্রতিষ্ঠিত ও পাকাপোক্ত করেন এবং জনপ্রিয় গায়ক হিসেবে সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে স্বীকৃতি পান।
মান্না দে ভীমসেন জোসি’র সাথে একটি জনপ্রিয় দ্বৈত গান ‘কেতকী গুলাব জুহি’ গান। এছাড়াও, তিনি কিশোর কুমারের সাথে আলাদা গোত্রের দ্বৈত গান হিসেবে ‘ইয়ে দোস্তী হাম নেহী তোড়েঙ্গে (শোলে)’ এবং ‘এক চতুর নার (পডোসন)’ গান। এছাড়াও, মান্না দে শিল্পী ও গীতিকার হেমন্ত মুখোপাধ্যায় (হেমন্ত কুমার)সহ আরো বেশকিছু গীতিকারের সাথে বাংলা ছবিতে গান গেয়েছিলেন। দ্বৈত সঙ্গীতে লতা মঙ্গেশকরের সাথে ‘কে প্রথম কাছে এসেছি (শঙ্খবেলা)’ গান করেছেন। রবীন্দ্র সঙ্গীতসহ প্রায় ৩৫০০ গান গেয়েছেন মান্না দে। তিনি অসংখ্য শ্যামাসংগীত গান করেছেন!
পারিবারিক প্রেক্ষাপট
কেরলর মেয়ে সুলোচনা কুমারনকে ১৮ ডিসেম্বর ১৯৫৩ সালে বিয়ে করেন। তাদের দুই কন্যা রয়েছে: সুরমা (জন্মঃ ১৯ অক্টোবর ১৯৫৬ সালে) এবং সুমিতা (জন্মঃ ২০ জুন ১৯৫৮ সালে)। মান্না দে পঞ্চাশ বছরেরও বেশি সময় মুম্বাইয়ে কাটানোর পর মৃত্যুর আগে পর্যন্ত বেঙ্গালুরুর কালিয়ানগর শহরে বাস করেছেন। এছাড়াও, তিনি কলকাতায়ও বাস করেছেন। মৃত্যুর কিছুদিন পূর্বেও তিনি বিভিন্ন সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।
মৃত্যু
২০১৩ সালের ৮ই জুন ফুসফুসের জটিলতা দেখা দেওয়ায় মান্না দে কে বেঙ্গালুরুর একটি হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়। ৯ই জুন, ২০১৩ সালে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ডাক্তাররা এই গুজবের অবসান ঘটান এবং নিশ্চিত করেন যে তিনি তখনও বেচে আছেন তবে তার অবস্থার বেশ অবনতি হয়েছে এবং আরও কিছু নতুন জটিলতা দেখা দিয়েছে। পরবর্তিতে ডাক্তাররা তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান। মান্না দে ২৪শে অক্টোবর ২০১৩ সালে বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করেন।
আত্মজীবনী ও রবীন্দ্র ভারতী’র পদক্ষেপ
২০০৫ সালে বাংলাভাষায় তার আত্মজীবনী ‘জীবনের জলসাঘরে’ খ্যাতিমান আনন্দ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়। পরে এটি ইংরেজিতে ‘মেমরীজ কাম এলাইভ’, হিন্দীতে ‘ইয়াদেন জি ওথি’ এবং মারাঠী ভাষায় ‘জীবনের জলসাঘরে’ নামে অনুদিত হয়েছে। মান্নাদে’র জীবন নিয়ে ‘জীবনের জলসাঘরে’ নামে একটি তথ্যচিত্র ২০০৮ সালে মুক্তি পায়। মান্নাদে সঙ্গীত একাডেমী মান্নাদে’র সম্পূর্ণ আর্কাইভ বিকশিত ও রক্ষণাবেক্ষন করছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কোলকাতা সঙ্গীত ভবনে মান্নাদে’র সঙ্গীত সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
আরও দেখুনঃ
- কেন বান্ধ দালান ঘর লিরিক্স | Keno bandho dalan ghor lyrics | Abir Biswas | Folk Song
- একটা ছেলে মনের লিরিক্স | Ekta Sele Moner Lyrics | Sahana Bajpaie | Arnob
- পোষা পাখি উড়ে যাবে লিরিক্স | Posha Pakhi Ure Jabe Lyrics | বিজয় সরকার | Bijoy Sarkar
- আমি এই মিনতি করি লিরিক্স | Ami Ei Minoti Kori Re lyrics | Shah Abdul Karim
- তোমার জন্য নীলচে লিরিক্স | Tomar Jonno Lyrics | Arnob | tomar jonno