আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স | amay proshno kore nil dhrubo tara lyrics | হেমন্ত মুখোপাধ্যায়
হেমন্ত মুখোপাধ্যায় একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসংগীত শিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন।
তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দু-বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন। তিনি উপমহাদেশের সবথেকে শ্রেষ্ঠ একজন শিল্পী ছিলেন, বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স | amay proshno kore nil dhrubo tara lyrics | হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ হেমন্ত মুখোপাধ্যায়

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স :
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা, এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো (x2)
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমিহারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে (x2)
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা।
![আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স | amay proshno kore nil dhrubo tara lyrics | হেমন্ত মুখোপাধ্যায় 4 অলির কথা শুনে বকুল হাসে [ Olir o kotha shune bokul hashe ]](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/download-1-1.jpeg)
amay proshno kore nil dhrubo tara lyrics in english :
Amay proshno kore nil dhrubo tara
Aar koto kal ami robo dishahara, robo dishahara
Jobab kichui tar dite parinai sudhu
potho khuje kete gelo
A jibono shara, A jibono shara
Kara jeno bhalobeshe alo jele-chilo
Surjer alo tai nibhe giyechilo
Nijer chayar piche ghure ghure pori miche
Ekdin cheye dekhi Ami tumi hara
Ami poth khuji nato potho more khoje
Mono ja bojhe na bujhe na bujhe ta bojhe
Amar choturpashe sobkichu jay ashe
Ami sudhu tusharito Gotihino dhara
“`
হেমন্ত মুখোপাধ্যায়: শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম তার মাতামহের বাড়ি পবিত্র বারাণসী শহরে। তার মাতামহ ছিলেন একজন শীর্ষস্থানীয় চিকিৎসক। তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে। তার পরিবার কলকাতা শহরে আসে বিশ শতকের প্রথমার্ধে। হেমন্ত সেখানে বড়ো হতে থকেন এবং প্রথমে নাসিরুদ্দিন স্কুল এবং পরবর্তীতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছিলেন।
সেখানেই তার সঙ্গে পরিচয় হয় সুভাষ মুখোপাধ্যায়ের, যিনি পরবর্তীকলে বাংলার স্বনামধন্য কবি হয়েছিলেন। ওই সময়কালে বিশিষ্ট লেখক সন্তোষকুমার ঘোষ মহাশয়ের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। ওই সময়ে হেমন্ত ছোটো গল্প লিখতেন, সন্তোষ কুমার কবিতা লিখতেন এবং সুভাষ মুখোপাধ্যায় গান গাইতেন।
![আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স | amay proshno kore nil dhrubo tara lyrics | হেমন্ত মুখোপাধ্যায় 5 অলির কথা শুনে বকুল হাসে [ Olir o kotha shune bokul hashe ]](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/images-4.jpeg)
ইন্টারমিডিয়েট পাস করে হেমন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। কিন্তু তিনি সংগীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেন। তার সাহিত্যিক হওয়ার ইচ্ছে ছিল। কিছুদিন তিনি দেশ পত্রিকার জন্যে লেখেন। ১৯৩৭ খ্রিস্টাব্দ থেকে তিনি সম্পূর্ণভাবে সংগীত জগতে প্রবেশ করেন।
আরও দেখুনঃ
![আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স | amay proshno kore nil dhrubo tara lyrics | হেমন্ত মুখোপাধ্যায় 1 অলির কথা শুনে বকুল হাসে [ Olir o kotha shune bokul hashe ]](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/pic.jpeg)