আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো লিরিক্স | Amar ghum vangaiya gelo go lyrics, গানটি তে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনিন।
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো লিরিক্স | Amar ghum vangaiya gelo go lyrics | বেবি নাজনিন
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো লিরিক্স
ও আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো মরার কোকিলে
আমারে পাগল বানাইলো গো মরার কোকিলে
ও আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইয়া গেলো
পাগল করিয়া গেলো
বসন্তেরই কালে গো মরার কোকিলে
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো মরার কোকিলে
মন বোঝে না মরার কোকিল আন্তাজে গান তোলে
আমারে পাগল করিয়া গাছের আগায় দোলে
মন বোঝে না মরার কোকিল আন্তাজে গান তোলে
আমারে পাগল করিয়া গাছের আগায় দোলে
কত কী যে করে কোকিল
আবার কত কী যে করে কোকিল
নাইচা নাইচা ডালে গো
মরার কোকিলে
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো মরার কোকিলে
বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে
বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে
ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে
ছাতু-ছোলা খায় না কোকিল
আবার ছাতু-ছোলা খায় না কোকিল
আদর কইরা দিলে গো
মরার কোকিলে
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো মরার কোকিলে
কানতে কানতে ঘুমাই যখন নিশি রাইতের কালে
ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে
কানতে কানতে ঘুমাই যখন নিশি রাইতের কালে
ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে
আদর কইরা, হাতে ধইরা,সে যে আদর কইরা
হাতে ধইরা ফুল দেয় খোঁপার চুলে গো
মরার কোকিলে
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে
আমায় দেওয়ানা বানাইলো গো মরার কোকিলে
বেবি নাজনিন:
বেবী নাজনীন (জন্ম : ২৩ আগস্ট, ১৯৬৫) বাংলাদেশের একজন নেপথ্য কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ। ১৯৭৬ সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
বেবী নাজনীনের কর্মজীবন সঙ্গীতময়। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’ উল্লেখযোগ্য। এছাড়া “এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল”, “লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে”, “ঐ রংধনু থেকে কিছু কিছু রং”, “ও বন্ধুরে তুই কতদূরে”, “মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে”, “দু’চোখে ঘুম আসে না”, “কাল সারারাত ছিল স্বপনেরও রাত”, “ও বন্ধু তুমি কই কই রে”, “কই গেলা নিঠুর বন্ধুরে” গানগুলো জনপ্রিয়তা অর্জন করে।
