আমার ডুবু ডুবু তরী লিরিক্স | Amar Dubu Dubu Tori | আব্দুল লতিফ
আমার ডুবু ডুবু তরী লিরিক্স ” গানটি একটি বাংলার বাউল গান । যা লিখেছেন একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আব্দুল লতিফ।
আমার ডুবু ডুবু তরী লিরিক্স | Amar Dubu Dubu Tori | আব্দুল লতিফ
গীতিকারঃ আব্দুল লতিফ
আমার ডুবু ডুবু তরী লিরিক্স :
আজ আমার বান্ধব কেহ নাই দয়াল তুমি বিহনে….
ডুবু ডুবু তরী কেমনে ধরি পাড়ি,
হাইলে বৈঠা খাইল রে ঘুনে,
দয়াল তুমি বিহনে……
দেখে নদীর ঝড় সবাই হইল পর
ফেলিয়া আমায় তুফানে,
কোথায় আছো দয়াল
ডাকে তোমার কাঙ্গাল
তরাইয়া লও ঘোর এ নিদানে….
ডাকিতে ডাকিতে হয় যদি মরণ
দুঃখ রবে না ভুবনে
আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ
রেখে দিও গুরুর চরণে
দয়াল তুমি বিহনে……
ঐ চরণের ছোয়ায় অমৃত সুধায়
ঘুচিবে কলঙ্ক জীবনে
কয় লতিফ সরকার দয়াল চাঁন হলে আমার
ধন্য জীবন হবে ভুবনে
দয়াল তুমি বিহনে…
আমার ডুবু ডুবু তরী লিরিক্স | Amar Dubu Dubu Tori | আব্দুল লতিফ
আব্দুল লতিফঃ
আব্দুল লতিফআমার ডুবু ডুবু তরী গানের গীতিকার আব্দুল লতিফ একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আবদুল গাফফার চৌধুরীর কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন । তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে চাকরি করেছেন।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
এই খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ২০০৫ সালে মৃত্যূবরণ করেন ।