আমার দেশের মতন লিরিক্স | Amar desher moton lyrics | | আব্দুল লতিফ (১৯২৫-২০০৫) একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আবদুল গাফফার চৌধুরীর কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন, তন্মধ্যে ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা ইত্যাদি সবিশেষ জনপ্রিয়

আমার দেশের মতন লিরিক্স | amar desher moton lyrics | আব্দুল লতিফ | দেশাত্মবোধক গান
আমার দেশের মতন লিরিক্স :
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে রে।।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে
দোয়েল কোয়েল কুটুম পাখি বন-বাদাড়ে যায় রে ডাকি।
আছে শাপলা-শালুক ঝিলে-বিলে পুকুর ভরা মাছে,পুকুর ভরা মাছে
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে
হাজার তাঁরার মানিক জ্বলে হেথায় মাটির ঘরে
সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে।
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে
বুক জুড়ানো বধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি।
আহা সব দুনিয়ার সেরা ও ভাই এদেশ আমার কাছে, এদেশ আমার কাছে
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে।।
প্রারম্ভিক জীবন ও ক্যারিয়ার :
উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি উচ্চ শিক্ষাতর্থে কলকাতায় যান। কংগ্রেস সাহিত্য সংঘে তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। ১৯৫২ সালে আবদুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে তিনি সুরারোপ করেন।

পরবর্তীকালে গানটিতে সুরারোপ করেছিলেন আলতাফ মাহমুদ। বর্তমানে আলতাফ মাহমুদ এর সুরটিই টিকে আছে। তিনি তার জীবনে অসংখ্য গানে সুরারোপ করেছেন এবং কন্ঠ দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে চাকরি করেছেন।

আরও দেখুনঃ