আমার বাবার মুখে প্রথম যেদিন লিরিক্স | Amar Babar Mukhe Prothom Jedin | Andrew Kishore

আমার বাবার মুখে প্রথম যেদিন লিরিক্স | এন্ড্রু কিশোর এছাড়াও একজন ব্যবসায়ী। ১৯৮৭ সালে তিনি বরাবর আহমাদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জহুর, দিদারুল আলম বাদল, শামসুল ইসলাম নান্টু সাথে টিভি নাটক, বাণিজ্যিক এবং অন্যান্য প্রযোজনার জন্য একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান ‘প্রবাহ’ শিরোনামে উদ্বোধন করেন

আমার বাবার মুখে প্রথম যেদিন লিরিক্স | Amar Babar Mukhe Prothom Jedin | Andrew Kishore

কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথা ও সুরঃ  আহমেদ ইমতিয়াজ বুলবুল

 

আমার বাবার মুখে প্রথম যেদিন লিরিক্স | Amar Babar Mukhe Prothom Jedin | Andrew Kishore

আমার বাবার মুখে প্রথম যেদিন লিরিক্স :

আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান

সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

প্রারম্ভিক জীবন:

এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন ।মায়ের কাছে পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল। তার শৈশব-কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহী। তার মাতা ছিলেন সংগীত অনুরাগী, তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। প্রিয় শিল্পীর নামানুসারে তার সন্তানের নাম রাখেন ‘কিশোর’। মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি সংগীতাঙ্গনেই পা রাখেন।

আমার বাবার মুখে প্রথম যেদিন লিরিক্স | Amar Babar Mukhe Prothom Jedin | Andrew Kishore

এন্ড্রু কিশোর আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সঙ্গীত পাঠ গ্রহণ শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর কিশোর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান শ্রেণিতে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment