আমি তোমাকে আরো লিরিক্স,
গানটির শিল্পী হাবিব ওয়াহিদ। হাবিব ওয়াহিদ (যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত) (জন্ম: ১৫ অক্টোবর ১৯৭৯) একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক।
আমি তোমাকে আরো লিরিক্স। Ami tomake aro lyrics | Habib wahid
singer : Habib wahid
আমি তোমাকে আরো কাছে থেকে লিরিক্স
আমি তোমাকে আরো কাছে থেকে
তুমি আমাকে আরো কাছে থেকে
যদি জানতে চাও
তবে ভালোবালা দাও
ভালোবাসা না
নদী কেন যায় সাগরের ডাকে
চাতক কেন বৃষ্টির আসায় থাকে
যদি বুঝতে চাও
আমি তোমার ঐ চোখে চোখ রেখে
তুমি আমার এই চোখে চোখ রেখে
স্বপ্ন দেখে যাও
তবে ভালোবাসা দাও
ভালোবাসা নাও
কাছে এলে যাও দূরে সরে
কতদিন রাখবে আর একা করে
মনে টেনে নাও
আমি তোমার ঐ হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
এসো এগিয়ে যাও
শুধু ভালোবাসা দাও
ভালোবাসা নাও
আমি তোমাকে আরো কাছে থেকে
তুমি আমাকে আরো কাছে থেকে
যদি জানতে চাও
তবে ভালোবালা দাও
ভালোবাসা নাও

ami tomake aro kache theke lyrics in english
Ami Tumak Aro Kace Teke
Tumi Amak Aro Kace Teke
Zodi Jante Caw
Tobe Valobasa Daw,
Valobasa Naw
Nodi keno zay sagore dake
Catok keno bristir asay thake
Zodi bujte caw
Ami tuma oi cuke cuk reke
Tumi Amar oi cuke cuk reke
Sopno deke jaw
Tobe Valobasa Daw,
Valobasa Naw
Kace ele zaw dure sore
kotodin rakbe eka kore
mone tene naw
Ami tumar oi hate hat reke
Tumi Amar oi hate hat reke
Eso egiye zaw
Tobe Valobasa Daw,
Valobasa Naw
Ami Tumak Aro Kace Teke
Tumi Amak Aro Kace Teke
Zodi Jante Caw
Tobe Valobasa Daw,
Valobasa Naw
:
তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি। তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন।
এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন। হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সাথে অনেক জনপ্রিয় গান গেয়েছেন। জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি কে সাথে নিয়েই উপহার দিয়েছেন বেশির ভাগ গান। হাবিব ওয়াহিদ সদ্য সুপারস্টার দেব অভিনীত ভারতীয় বাংলা সিনেমা বিন্দাস চলচ্চিত্রে তোমাকে ছেড়ে আমি শিরোনামে গান গেয়েছেন। তার সহশিল্পী ছিলেন তুলসী কুমার।
হাবিবের প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম কৃষ্ণ। লন্ডনে ছাত্রাবস্থায় থাকাকালীন সময়ে এটি প্রকাশিত হয়। এ অ্যালবামের কনসেপ্ট ও সুর অনেক পূর্বেই তৈরি করেছিলেন এবং শুধু একজন গায়কের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়। লন্ডনে একজন সিলেটি রেস্তোরাঁর মালিক কায়া ছিলেন একজন অপরিণত গায়ক, যার মত কন্ঠই হাবিবের দরকার ছিল। তাদের মিলিত গানগুলো লন্ডনে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিল।
যখন এই অ্যালবাম কৃষ্ণ শিরোনামে প্রথমবারের মত বাংলাদেশে মুক্তি পায় তখন সেটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। এতে ছিল পুরোনো স্বাদের লোকসঙ্গীত এবং পাশ্চাত্যের ইলেকট্রনিকা এর মিশ্রণ যা বাংলাদেশে প্রথমবারের মতো প্রচলিত হয়।