আমি পারিনি লিরিক্স,
আমি পারিনি তোমাকে গানটির শিল্পী তানভীর ইভান। তানভীর ইভান (জন্ম: ১৮ এপ্রিল ১৯৯৪) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ২০২২ সালে ‘বেস্ট ফ্রেন্ড ৩’–এর ‘অভিমান’ গানের জন্য তিনি মেরিল-প্রথম আলো সেরা গায়কের পুরস্কার লাভ করেন।[১] তানভীর ইভান ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত বাংলা গানসহ দেশি মিউজিক ফ্যাক্টরি প্রযোজিত হিন্দি গানেও কাজ করেছেন।
আমি পারিনি লিরিক্স | Ami parini lyrics | Tanveer evan
আমি পারিনি তোমাকে লিরিক্স
আপন করে রাখতে
আমি পারিনি তোমাকে
আমার করে রাখতে
তুমি বোঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি
তুমি বোঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বোঝনি, বোঝনি
কখনো যদি আনমন চেয়ে আকাশের পানে
আমাকে খুজো
কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে
বলো ভালোবাসো
আমি প্রতিরাত হায় প্রতিক্ষণ
খুব অজানায় কতো অভিনয়
করে বসি তোমায় ভেবে
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে অযাতন
তুমি বোঝনি কেন আমাকে
তুমি বোঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি
তুমি বোঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বোঝনি, বোঝনি |
ami parini tomake lyrics in english
Ami Parini tomake
Apon kore rakhte
Ami Parini tomake
Amar amar kore rakhte
Tumi bojhoni ami bhulini
Tumi shopno te keno ashoni
Amar oviman tomake niye sob gechi
Tumi bojhoni ami bhulini
Tumi swapno te keno ashoni
Amar oviman tomake niye sob gechi
Gaane gaane shure shure koto kotha
Bolechi tomake tumi bojhoni, bojhoni
Kokhono jodi anmone cheye akasher pane
Amake khujo
Kokhono jodi hothat eshe joriye dhore
Bolo bhalobasho
——————–
Ami proti raate hay protikhon
Khub ojanai khub ovinoy
Kore boshi tomay vebe
Amar ojotha shob lekha gaan
Sob shune mon kore ojaton
Tumi bojhoni keno amake
Tumi bojhoni ami bhulini
Tumi swapno te keno ashoni
Amar oviman tomake niye shob gechi
Tumi bojhoni ami bhulini
Tumi swapno te keno ashoni
Amar oviman tomake niye sob gechi
Gaane gaane shure shure koto kotha
Bolechi tomake tumi bojhoni, bojhoni…
তানভীর ইভান:
তানভীর ইভানের জন্ম চট্টগ্রামে। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা। তিনি কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন। বাবা সাবেক রেলওয়ে কর্মকর্তা ইমতিয়াজ বাবুল গান গাইতেন। তাঁকে দেখেই গানের উৎসাহী হন তানভীর ইভান।
২০১৩ সালে নিজের লেখা ও সুরে ‘ম্যায়নে রোয়া’ নামে প্রথম হিন্দি গান রেকর্ড করেন। তখন তেমন কোনো সাড়া না আসলেও ব্যাপক আলোচনায় আসে ২০২০ সালে। এর আগে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর তিনি ইউটিউবে তার প্রথম ভিডিও আপলোড করেন।
২০১৬ সালে একক নাটক ‘বেস্ট ফ্রেন্ড’-এ তাঁর গান ‘অভিযোগ’ সাড়া ফেলে। পরের জনপ্রিয় গান ‘অজানা’ যা ব্যবহৃত হয় ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটকে। ২০২০ সালে ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকে ব্যবহৃত ‘অভিমান’ ইভানের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। অভিমান গানটি ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা বাংলা গানগুলোর মধ্যে একটি।
আরও দেখুনঃ