আমি ফাইসা গেছি গানের লিরিক্স | Ami Faisa Gechi ganer Lyrics | হায়দার হোসেন | ফাইস্যা গেছি

আমি ফাইসা গেছি গানের লিরিক্স | হায়দার পুরান ঢাকার বেগম বাজারে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এয়ারক্রাফট প্রকৌশল নিয়ে।

 

আমি ফাইসা গেছি গানের লিরিক্স | Ami Faisa Gechi ganer Lyrics | হায়দার হোসেন | ফাইস্যা গেছি

 

আমি ফাইসা গেছি গানের লিরিক্স | Ami Faisa Gechi ganer Lyrics | হায়দার হোসেন | ফাইস্যা গেছি

 

গানঃ ফাইসা গেছি

কথাঃ হায়দার হোসেন

সুরঃ হায়দার হোসেন

কন্ঠঃ হায়দার হোসেন

অ্যালবামঃ ফাইস্যা গেছি

 

আমি ফাইসা গেছি গানের লিরিক্স :

আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)কোন্‌ পাগলে পাইছিল
করছে শখের শাদী।
ক্ষমতার ঝিম-তিম,
ভাবে শাহজাদী (২)
সকাল-বিকাল, রাইত-দুপুর
বউয়ে দেয় ঠেলা।
কয় ‘বউ পুষার মুরাদ নয়
তয় বিয়া করছস কেলা।’
আমি এধার কামাল ওধার করি
সারাদিন ফেচকি মারি।
দিনের বেলায় আরতদারী
রাইতে চোরাকারবারি।
দিন-দুনিয়া সবই গেল
জীবন ভেস্তে যায়।।
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায়

মাইয়া আমার চিজ একখান
যেমুন ফিল্মের নায়িকা,
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে
কয় অফ যা (২)
পোলায় আমার শিক্ষিত
পড়ে দশ কেলাসের উপরে।
হাত খরচা না দিলে
ইংলিশে গাইল পাড়ে।
মনে মনে কই আমি
গাইলের আর হুনছস কি
আমগ গাইল হুনলে পড়ে
খাড়াইব মুরগাদি।
আমি হালায় কুলুর বলদ
ফাইটা জীবন যায়

আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

 

হায়দার হোসেন :

একজন জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক এবং কী-বোর্ড বাদক। তিনি মূলত সমাজ, মানবতা ও দেশ এর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে গান করে থাকেন। এ শিল্পীর গাওয়া ‘তিরিশ বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এবং ব্যাপক জনপ্রিয়।

আমি ফাইসা গেছি গানের লিরিক্স | Ami Faisa Gechi ganer Lyrics | হায়দার হোসেন | ফাইস্যা গেছি

জন্ম ও শিক্ষাজীবন :

হায়দার পুরান ঢাকার বেগম বাজারে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এয়ারক্রাফট প্রকৌশল নিয়ে। 

কর্মজীবন:

বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন। বর্তমানে তিনি নিজেই গানে কণ্ঠ দেন এবং পরিচালনা করেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment