আমি ফুল না হয়ে লিরিক্স | Ami ful na hoye lyrics | Manna Dey | মান্না দে

আমি ফুল না হয়ে লিরিক্স | প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সংগীত চর্চা করেছিলেন।

 

আমি ফুল না হয়ে লিরিক্স | মান্না দে

Ami ful na hoye lyrics | Manna Dey

আমি ফুল না হয়ে লিরিক্স | Ami ful na hoye lyrics | Manna Dey | মান্না দে

তাল: কাহারবা
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: প্রভাস দে
শিল্পী: মান্না দে

আমি ফুল না হয়ে লিরিক্সঃ

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলামও আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলামজানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালামআমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলামকেন যে তোমার বুকে দীর্ঘশ্বাস ছড়ালাম…।
সকলেই অঝর ধারার বৃষ্টি কি আর হয়?কেউ কেউ আগুন হয়েই সারাজীবন রয়আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলামও আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলামকেন যে কাছে এসে তোমার মনে ছড়ালামআমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম।
চাইলেই মনের মত মন কি সবাই পায়জীবনে অনেক কিছুই শূণ্য রয়ে যায়আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম।ও আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম।সম ব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলামআমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম।

জীবনীঃ

বাবা – পূর্ণ চন্দ্র এবং মা – মহামায়া দে’র সন্তান মান্না দে ১ মে ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের সংস্পর্শ ছাড়াও, পিতৃসম্বন্ধীয় সর্বকনিষ্ঠ কাকা সঙ্গীতাচার্য (সঙ্গীতে বিশেষভাবে দক্ষ শিক্ষক) কে.সি. দে (পূর্ণনাম: কৃষ্ণ চন্দ্র দে) তাকে খুব বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন। দে তার শৈশব পাঠ গ্রহণ করেছেন ‘ইন্দু বাবুর পাঠশালা’ নামে একটি ছোট প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে স্নাতক শিক্ষাগ্রহণ করেছিলেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

স্কটিশ চার্চ কলেজে অধ্যয়নকালীন তিনি তার সহপাঠীদেরকে গান শুনিয়ে আসর মাতিয়ে রাখতেন। তিনি তার কাকা কৃষ্ণ চন্দ্র দে এবং উস্তাদ দাবির খানের কাছ থেকে গানের শিক্ষা লাভ করেন। ঐ সময়ে মান্না দে আন্তঃকলেজ গানের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে তিন বছর তিনটি আলাদা শ্রেণীবিভাগে প্রথম হয়েছিলেন।

আরও দেখুনঃ

Leave a Comment