আমি বামন হইয়া চান্দের পানে লিরিক্স | দারুণ জনপ্রিয় এই গানের শিল্পী কামরুজ্জামান রাব্বি।
আমি বামন হইয়া চান্দের পানে লিরিক্স | কামরুজ্জামান রাব্বি
Ami Bamon Hoiya Chander Pane Lyrics | Kamruzzaman Rabbi
Song Information:
Song: Ami Bamon Hoiya
Singer: Kamruzzaman rabbi
Lyrics & Tune: Sadat Hossain
আমি বামন হইয়া চান্দের পানে লিরিক্স :
আমি বামন হইয়া চাঁদের প্রানে—–হাত বাড়াইমু না.
আমি বামন হইয়া চাঁদের প্রানে—-হাত বাড়াইমু না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
আমি বামন হইয়া চাঁদের প্রানে—-হাত বাড়াইমু না.
আমি বামন হইয়া চাঁদের প্রানে—-হাত বাড়াইমু না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু আমার আসমানের পরী…..
আমি মানুষ হইয়া কেমনে তারে—-বুকেতে ধরি.
বন্ধু আমার আসমানের পরী…..
আমি মানুষ হইয়া কেমনে তারে—-বুকেতে ধরি.
তাইতো বন্ধু আমার প্রেমে—-মন মজাইলো না.
ওরে তাইতো বন্ধু আমার প্রেমে—-মন মজাইলো না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু বড়ো অহংকারী…..
তার পেছনে ঘোরে সবাই—-লইয়া বাড়ি গাড়ি.
বন্ধু বড়ো অহংকারী…
তার পেছনে ঘোরে সবাই—-লইয়া বাড়ি গাড়ি.
তাইতো বন্ধু আমার প্রেমের—-মূল্য দিলো না.
ওরে তাইতো বন্ধু আমার প্রেমের—মূল্য দিলো না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
আমি বামন হইয়া চাঁদের প্রানে—-হাত বাড়াইমু না.
আমি বামন হইয়া চাঁদের প্রানে—-হাত বাড়াইমু না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
আমি বামন হইয়া চাঁদের প্রানে—-হাত বাড়াইমু না.
আমি বামন হইয়া চাঁদের প্রানে—-হাত বাড়াইমু না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.
বন্ধু আমার আসমানের চাঁদ—-ধরা দেবে না.

Ami bamon hoiya song lyrics:
Ami bamon hoiya chander prane
Haat baraimu na.
Ami bamon hoiya chander prane
Haat baraimu na.
Bondhu amar asmaner chand
Dhora debe na.
Bondhu amar asmaner chand
Dhora debe na.
Bondu amar asmaner pori….
Ami manos hoiya kemne tare bokete duri.
Bondu amar asmaner pori….
Ami manos hoiya kemne tarebokete duri.
Taitu bundo amar preme mon mojailo na
Taitu bundo amar preme mon mojailo na.
Bondhu amar asmaner chand
Dhora debe na.
Bondhu amar asmaner chand
Dhora debe na.
কামরুজ্জামান রাব্বি:
‘আমিতো ভালা না’খ্যাত গায়ক কামরুজ্জামান রাব্বি খুব অল্প সময়েই শ্রোতামহলে দারুণ পরিচিতি পেয়েছেন। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও ‘গুরু’।
শেখ সাইফুল্লাহ রুমীর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এ এইচ জীবন। ‘আমি যার প্রেমেতে ডুব মারিয়া করি যার সন্ধান…গুরু গো..’ এমন চমৎকার কথার গানটি প্রসঙ্গে শিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই ব্যানারে এটি আমার দ্বিতীয় গান। এবারের গানটি নিয়েও আমি আশাবাদী রুমী ভাই’র লিরিক বরাবরই অসাধারণ। এই গানটিও ব্যতিক্রম নয়।’
উল্লেখ্য, লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে এর আগে কামরুজ্জামান রাব্বির কণ্ঠে ‘সাধু কানা’ শীর্ষক একটি গান রিলিজ হয়েছে।