আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare bashi valo lyrics | বিজয় সরকার

আমি যারে বাসি ভালো লিরিক্স | গানটি লিখেছেন বাংলাদেশের বাউল শিল্পী বিজয় সরকার । বিজয় সরকার একজন বাউল কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার।

আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare bashi valo lyrics | বিজয় সরকার

গীতিকারঃ বিজয় সরকার

আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare bashi valo lyrics | বিজয় সরকার

আমি যারে বাসি ভালো লিরিক্স :

আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে

আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে

জানলে ব্যাথা অমন করে দিত না আর প্রাণে

আমি যার লাগিয়া সদাই কান্দি গো

কান্না পৌঁছায় না তার কানে

এই জগতে ভালোবাসা আমার হলো না

ভালোবাসার বিনিময়ে মন কিছুই পেল না

আমি পরকে দিয়ে ভালোবাসা রে

ভুল করিলাম জীবনে

পরকে ভালোবেসে আমার কান্না হলো সার

আমার চোখে জল দেখে [কেঁদ না ব্যথায়]

আমি যার কাছে যাই দেয় বেদনা

ব্যথা ভরা জীবনে

বিজয় বলে ভালবাসা হলো না আমার

সারা জনম ঘুরে মনের মানুষ পেলাম না

আমি পরকে ভালোবেসে রে

ভুল করিলাম জীবনে

আমি রাঙাপদে বিকাইলাম রে বন্ধু

আমি রাঙাপদে বিকাইলাম রে বন্ধু ঐ রাঙ্গা চরনে ।

বন্ধুরে তোমার আমার সরল পিরিতি

পাড়ার লোকে জানলে হবে দুর্গতি

গোপনে করিও পিরিত রে বন্ধু লোকে যেন না শুনে ।।

ভাইবে রাধারমণ বলে তোমার আমার সরল পিরিত

থাকে যেন গোপনে গো ।

থাকিতে যেন ভুলিওনারে বন্ধু মইলে যেন না পাশরে ।।

আর কতদিন থাকবে বলো

আর কতদিন থাকবে বলো

ওরে পাগল মন আমার

গোণার দিন ফুরাইয়া গেলো

চোখে দেখবে অন্ধকার।।

যেদিন পাখি যাবে উড়ে

শূন্য পিঞ্জর রবে পড়ে

ডাকলে পাখি চায় না ফিরে

দয়ামায়া নাইরে তার।।

মন তুমি হও হুশিয়ার

পাখি ধরার করো যোগাড়

নিরলে বসিয়া একবার

কথা কও সঙ্গে তাহার।।

পাখি ধরার সন্ধান আছে

যাও চলে মুর্শিদের কাছে

নইলে বিপদ আসবে পাছে

শফিকুন্নুর হও হুশিয়ার।

আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare bashi valo lyrics | বিজয় সরকার

 

বিজয় সরকার:

বিজয় ‘সরকার  বাংলাদেশের  নড়াইলের ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম বিজয় কৃষ্ণ অধিকারী। কবি তার ভক্ত ও স্থানীয়দের কাছে ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত। তার পিতার নাম নবকৃষ্ণ বৈরাগী ও মাতার নাম হিমালয়া কুমারী। পিতামহের নাম গোপালচন্দ্র বৈররাগী । তিনি স্থানীয় টাবরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ে নেপাল বিশ্বাস নামক একজন শিক্ষকের কাছে যাত্রাগানের উপযোগী নাচ, গান ও অভিনয় শেখেন।

আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare bashi valo lyrics | বিজয় সরকার

১৯২৯ সালে বিজয় ‘সরকার নিজের একটি গানের দল করেন এবং কবিয়াল হিসেবে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেন। তিনি গানের কথা এবং সুর করতেন। ভাটিয়ালী সুরের উপর ভিত্তি করে তার ধুয়া গানের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা পান। তিনি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, আব্বাসউদ্দীন আহমদ প্রমুখের সান্নিধ্যে আসেন।বিজয়’ সরকার প্রায় ৪০০ সখি সংবাদ এবং ধুয়া গান রচনা করেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি ১৯৮৫ সালে ভারতের বেলুড়ে মৃতুবরণ করেন । 

আরও দেখুন:

Leave a Comment