আরফিন রুমি একজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক। তার ৩০ টিরও বেশি অ্যালবাম, একক এবং মিশ্র কাজ মুক্তি পেয়েছে। তিনি বাংলাদেশে জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তার অনেকগুলো জনপ্রিয় বাংলা গান প্রকাশিত হয়েছে।
প্রারম্ভিক জীবন
আরেফিন রুমি ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন।
পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন সময় একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করেন এবং বেশ প্রশংসা কুড়ান।কিন্তু মায়ের উপদেশে তিনি ক্রিকেট খেলা ছেড়ে সংগীতের দিকে অগ্রসর হন। ছোটবেলায় তিনি় তার মায়ের কাছ থেকে গান শিখেন। হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল প্রেরণার উৎস। গানের ব্যাপারে তাদের কাছ থেকে অনেক সহযোগিতাও পেয়েছিলেন। তিনি এ আর রহমান এর কাজগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গানের জগতে আসার আগেই ২০০৬ সালে মডেলিং শুরু করেন রুমি। তিনি হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে অডিও ইনজিনিয়ারিং শেখেন।
সংগীত জীবন
২০০৮ সালে ‘আরেফিন রুমি’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে যাত্রা শুরু করেন এই শিল্পী। এরপর আর পেছনে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক হিট অ্যালবাম। মাঝে পারিবারিক ঝামেলা ও মামলায় জড়িয়ে গানে অনিয়মিত হয়ে পড়েন রুমি। তার গান ছাড়ার গুঞ্জনও উঠেছিল। সেই বিরতি কাটিয়ে আবারো ফিরছেন নতুন উদ্দমে।
২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে ৩০ টিরও বেশি অ্যালবাম মুক্তি পেয়েছে তার। যার মধ্যে রয়েছে একক এবং মিশ্র কাজ। বাংলাদেশে তিনিই একমাত্র সংঙ্গীতশিল্পী যার আমেরিকাতেও স্টুডিও রয়েছে।
কর্মজীবন
একক অ্যালবাম
২০০৮ আরফিন রুমি
২০০৯ এসোনা
২০১১ ভালোবাসি তোমায়
২০১৩ পরজনম
২০১৫ কিছু কথা আকাশে পাঠাও
২০১৬ তোমারি নামে
২০১৬ সত্যি করে বল
চলচ্চিত্রে অভিনয়
ছায়াছবি (২০১৩)
জান্নাত (আসছে)
পুরস্কার
১৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার (২০১১) – বিজয়ী
১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার (২০১৩) – মনোনীত
১৬তম মেরিল-প্রথম আলো পুরস্কার (২০১৪) – মনোনীত
আরও পড়ুনঃ