আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ গজল লিরিক্স | Allahu Allahu Allahu Allah lyrics ] – বাংলা গজল [ Bangla Gojol ]

আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ গজল লিরিক্স | [ Allahu Allahu Allahu Allah lyrics ] – “আল্লাহু আল্লাহু ” এটি একটি ইলামিক গান বা গজল। গজল গানের কলিগুলোর অর্থ প্রায়ই দ্ব্যর্থবোধক। প্রেম যখন পুরুষ বা নারীর প্রতি নিবেদিত হয় তখন সে গজল মানব-প্রেম বা পার্থিব-প্রেম, আবার প্রেম যখন স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত হয় তখন তা আধ্যাত্মিক প্রেম। তাই গজল গান এক ধরনের ‘ভাব-সঙ্গীত’ বলেও পরিচিত।

 

আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ গজল লিরিক্স | বাংলা গজল

Allahu Allahu Allahu Allah lyrics ] – [ Bangla Gojol

 

আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ গজল লিরিক্স | Allahu Allahu Allahu Allah lyrics ] – বাংলা গজল [ Bangla Gojol ]

আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ গজল লিরিক্স :

আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
আসসুবহু বাদা মিন তা’য়াল আতিহী,
ওয়াল্লাইলু দাজা মিও্যয়াফরাতিহী।
হ্যায় নুরে সাহার চেহেরে সে তেরে,
আওর শব কি রওনক জুলফো সে।

আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
কানজুল কারামি মাওলান নিয়ামী,
হাদি’ল উমামী লে শারিয়াতিহী।
নেয়ামাত কা খাজিনা হ্যায় মাওলা,
গাঞ্জিনায়ে রেহমাত হ্যায় আ’কা।
হাদি হ্যায় তামামি উম্মাত কে,
আওর রাহানুমা হ্যায় শারিয়াত কে।

আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
সা’আতিস শাজারু নাতাকাল হাজারু,
শাক্কাল কামারু বে ইশারাতিহী।
উঙ্গলি কে ইশারে পেড় চলে,
এয়জাজ সে পাত্থর বোল উঠে।
আওর চাঁদ হুয়া হ্যায় দো টুকড়ে,
আঙ্গুশত কে এক ইশারে সে।

আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
জিবরিলু আতা লাইলাতা আসরা,
ওয়াখাফ তায়াফু লে হাদরাতিহী।
জিবরিলে আমিন প্যায়গামে খোদা,

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

Allahu Allahu Allahu Allah lyrics – Roman

Allahu Allahu Allahu Allah
As-subahu bada min tala’atihi
Wa ‘l-laylu daja min wa faratihi
Hai nur-i sahar chehre se tere
Aur Shab ki raunaq zulfon se
Chorus
Kanz-ul-karamii mowl-an-ni’amii
Haad-il-umamii li sharii’ati hii
Ni’mat Ka khazina hai Mawla
Ganjina-yi rehmat hai Aqa
Hadi hai tammam-i ummat ka
Aur rehnuma hai shari’at ke
Chorus
Sa’ata ‘sh-shajaru nataqa ‘l-hajaru
Shaqqa ‘l-qamaru bi-isharatihi
Ungli ke ishare par a chale
Hijaz se pathar bol ute
Aur chand huwa do tukre
Angusht ke aik ishare se
Chorus
Jibrilu ata laylata asra’
Wa ‘r-rabbu da’a fi hadratihi
Jibril-i Amin paigham-i Khuda
Lekar aye the shab-i asra’
Allah hane Arsh pe bulwaya
Kurbat ke sharaf unko baksha
Chorus
Fa-wasilatuna huwa sayyiduna
Wa ‘l-izzu lana bi-ijabatihi
Chorus

 

শেরঃ

গজল গান দুটো পঙ্‌ক্তি নিয়ে রচিত। প্রতিটি খণ্ডকে ‘শের’ বলা হয়। অনেকগুলো ‘শের’ নিয়ে গজলের অবয়ব। শের কখনও একই বক্তব্য নিয়ে রচিত। আবার এতে কখনও বিভিন্ন বিষয়বস্তুর উপস্থাপনা দেখা যায়। মূল কথা, গজলের কাব্য ভাবই মুখ্য। ভাষার লালিত্য, শব্দের ঝঙ্কায়, ছন্দের মাধুর্য গজলের বৈশিষ্ট্য। গজলের প্রথম শেরকে স্থায়ী এবং অন্যসব শেরকে ‘অন্তরা’ হিসেবে অভিহিত করা হয়। গজল গানে মূলত কাব্যিক ভাব প্রকাশিত।

রাগঃ

রাগের ক্ষেত্রে গজল যে কোন রাগেই গীত হতে পারে। এর জন্য নির্দিষ্ট কোন রাগ নেই। তবে যেসব রাগেই গজল পরিবেশিত হয় সেসব রাগে শৃঙ্গার রস সুন্দরভাবে ফুটে ওঠে। তাই কাফি, পিলু, খাম্বাজ, ভৈরবি প্রভৃতি চটুল রাগের ব্যবহার গজলে বেশি দেখা যায়। তাই বলে দরবারি কানাড়া, মিয়া-কি-মল্লার, বিলাসখানি টোড়ি, চন্দ্রকোষ প্রভৃতি গম্ভীর চালের রাগেও গজল পরিবেশনে কোন বাধা নেই। তবে দ্রুপদ বা খেয়ালের মতো তাল, বাঁট করা হয় না এবং স্থায়ী ছাড়া সবগুলো অন্তরা একই সুরে গাওয়া হয়।

 

আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ গজল লিরিক্স | Allahu Allahu Allahu Allah lyrics ] – বাংলা গজল [ Bangla Gojol ]

তালঃ

তালের ক্ষেত্রে গজল পরিবেশনের পরিধি কিছুটা সীমিত। কাব্যনির্ভর গান বলে গজলে কোন কঠিন তাল ব্যবহার হয় না। তাতে গজলের কাব্যিকভাবে অন্তরায় সৃষ্টি হয়। তাই স্বল্পমাত্রা আর সরল ছন্দের কাহারবা ও দাদরা তালেই বেশিরভাগ গজল গীত হয়। তালের ক্ষেত্রেও কোন ধরনের কূটলয়কারী বা তেহাই প্রয়োগ করা হয় না এবং গজল প্রধানত মধ্য লয়ে পরিবেশিত হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment