আসি বলে গেল বন্ধু আইলো না লিরিক্স : উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন।বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।
আসি বলে গেল বন্ধু আইলো না লিরিক্স | Asi bole gelo bondhu ailo na lyrics | শাহ্ আব্দুল করিম
বাউল শাহ্ আব্দুল করিম

আসি বলে গেল বন্ধু আইলো না লিরিক্স :
আসি বলে গেল বন্ধু আইলো না
যাবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
আসবে বলে আশায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থুইলাম বন্ধু এসে খাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম
আমি শুধু তাঁর গান গাইলাম সে আমার গান গাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
আব্দুল করিম চিন্তা করে
এই আশাতেই যাব মরে
আসে যদি মরণ পরে আমারে তো পাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
যাবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
প্রাথমিক জীবন :
শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন। তিনি আফতাব-উন-নেসা কে বিয়ে করেন, যাকে তিনি সরলা নামে ডাকতেন। তিনি ১৯৫৭ সাল থেকে তার জন্মগ্রামের পাশে উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।

ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।

আরও দেখুনঃ
