উৎসর্গ লিরিক্স | Utshorgo Lyrics | তাসনিফ উৎসর্গ গানটি গেয়েছেন তাসনিফ-জামান। গানটির সুর করেছেন সাজিদ সরকার। বাংলায় উৎসর্গ গানের কথা লিখেছেন তাসনিফ-জামান এবং ফিমেল ভার্সন গানটি কভার করেছেন টুম্পা খান।
উৎসর্গ লিরিক্স | Utshorgo Lyrics | তাসনিফ জামান | Tasnif Zaman
Song : Utshorgo
Vocal & Lyrics : Tasnif Zaman
Composed by : Sajid Sarkar

উৎসর্গ লিরিক্স :
আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই,
সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো।
যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই,
সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।
আমার সব অপূর্ণতাই যেন হয়
আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।
যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত,
জানি, তখনও সে আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।
আজ কোনো অনুভূতির
গভীরে যেতে চাই না আর কখনো,
যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক।
যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর,
যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয় এক
নির্ভুল সুরের জন্ম।
তাকে আমার কাব্যে মেশাই
যেন হয় এক বিশুদ্ধ গান,
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা।
তবু স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত,
জানি তখনও কিছুই আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ।

Utshorgo Lyrics :
Amar sobtuku bishwash je diyeche venge
Taake kritogotta janai
Se diyeche amar ondho chokhe aalo
Jaar bishalotar majhe ami
Ektuku paini thai
Take kritogotta janai
Se je diyeche amar mohashunne ashroy
Amar sob opurnotai jeno hoy
Amar shunno pother proti shreyotomo ashirbad
Jokhon sorgodware eka darabo tar opekkhay
Jeno amar obhorthona take kore anutapto
Jani tokhono se amar hobe na tobuo
E opraptitai jeno amay kore poritripto
বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।
বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
আরও দেখুনঃ
- আশার প্রদীপ গুলো কখন জানি লিরিক্স | Ashar Prodip Gulo Kokhon Jani Lyrics | Islamic Gazal
- আমি স্বপ্নেও ভাবি নাইরে লিরিক্স | Ami shopneo vabi naire lyrics | Ayub bachchu
- আমার আয়নাতে লিরিক্স | amar ainate lyrics | চমক হাসান | Chamok Hasan
- ইয়া নাবি সালাম আলাইকা লিরিক্স | Ya Nabi Salam Alayka Bangla Lyrics | গোলাম মোস্তফা । Golam Mustafa
- আমার ডুবু ডুবু তরী লিরিক্স | Amar Dubu Dubu Tori | আব্দুল লতিফ