একা আমি লিরিক্স | ছোট্টবেলা থেকেই গান লেখালেখির প্রতিই প্রবল আগ্রহ ছিলো ‘ললনা’খ্যাত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ সাদী। যদিও হিসেব ছিলোনা কতোগুলো গান তিনি লিখেছিলেন। কিন্তু একসময় যখন ‘ললনা’ গানটি লিখেই ফেললেন তখন সবচেয়ে ভালো বন্ধু হাসানের পরামর্শেই ‘ললনা’ গানটি নিজেই সুর করে প্রথম গেয়ে ফেললেন। নিজের লেখা সুরে গানটি নিজের চ্যানেল প্রকাশের মাত্র তিনদিনের মাথায় গানটি এক লক্ষ ভিউয়ার্স উপভোগ করেন।
একা আমি লিরিক্স | Eka Ami Lyrics | Shiekh Sadi | Alvee
Singer, Lyrics & Tune : Shiekh Sadi
Music : Alvee
Mix & Mastered : Alvee Studios

একা আমি লিরিক্স :
সূর্য আজ, রোদে মাখেনি
বৃষ্টি আজ, জলে ভেজেনি
চারিদিকে বিরাজমান স্তব্ধতা
গল্প লিখে যাই মিথ্যে ভাষায়
ছবি এঁকে যাই রং ছাড়ায়
সবটা জুরে একা আমি
অশ্রু ভেজা চোখ দুখানা
কি বলতে চাই তা বুঝি না
চেনা পথে আমি খুব অচেনা
স্বপ্ন দেখা মোর আর হবে না…
স্রষ্টা হয়তো পথ দেখাবে
সব অভিমান মুছে যাবে
কষ্টগুলো হবে পুরনো
মনের খাতায় সব লুকনো
তবু থামবে না এ চোখের জল
সাগরে ডুবেছি পাবো না তল
অশ্রু ভেজা চোখ দুখানা
কি বলতে চাই তা বুঝি না
চেনা পথে আমি খুব অচেনা
স্বপ্ন দেখা মোর আর হবে না…

Eka Ami Lyrics – Shiekh Sadi :
Surjo aj, rode makheni
Bristy aj, jole bhejeni
Caridike birajoman stobdhota
Golpo likhe jai mithy bhasay
Sobi eke jai rong charay
Sobta jure eka ami
Asru bheja cokh dukhana
Ki bolta cai ta bujhi na
Cena potha ami khub acena
Shopno dekha more ar hobe na…
Srosta hoyto poth dekhabe
Sob abhiman muche jabe
Kostogulo hobe purono
Moner khatay sob lukono
Tabu thambe na cokher jol
Sagore dubechi pabo na tol
শেখ সাদীঃ
আর এই এক গানেই (একটি কন্টেন্টে) সম্ভবত বাংলাদেশে প্রথম কোন চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার হয়। পরবর্তীতে অবশ্য ‘ললনা’ গানটি সিএমভি’তে প্রকাশিত হয়। যার বর্তমান ভিউয়ার্স আট কোটিরও বেশি। পরবর্তীতে শেখ সাদী’র কণ্ঠে ‘কন্যা’, ‘বেপরোয়া’, ‘তুমি কই’, ‘ললনা-টু’, ‘মন’ গানগুলো প্রকাশিত হয়। সবগুলো গান যে ধরনের শ্রোতা দর্শককে টার্গেট করে লেখা এবং গাওয়া শেখ সাদীর ভাষ্যমতে প্রতিটি গানেরই টার্গেট তার পূরণ হয়েছে।
গেলো ২৪ অক্টোবর শেখ সাদী’র নিজস্ব ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘স্বপ্নের খোঁজ’। গানটি লিখেছেন এবং সুর করেছেন ঝিলাম গুপ্তা। গানটির সঙ্গীতায়োজন করেছেন আলভি আল বেরুনী। এরইমধ্যে গানটি প্রায় তিনলক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির সাড়া পাওয়া প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের টার্গেট করেই আমার এই গানটি করা।
এটা সত্যি যে তারা গানটি শুনছেন এবং আমাকে গানটির প্রতি তাদের ভালোলাগা শেয়ার করছেন এটা আমার জন্য অনেক আনন্দের এবং প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিও বটে। সত্যি বলতে কী আমি আমার প্রত্যেকটি গানেরই শ্রোতা দর্শক টার্গেট করেই লিখেছি এবং সুর করেছি, সেইসাথে সফলও হয়েছি। স্বপ্নের খোঁজ’র ক্ষেত্রেও তাই হয়েছে।’ সঙ্গীত নিয়ে আগামীর ভাবনা প্রসঙ্গে ৩ ডিসেম্বর জš§ নেয়া শেখ সাদী বলেন, ‘আমি যাদের গান নিয়মিত শুনতে পছন্দ করি যেমন শ্রদ্ধেয় জেমস স্যার, বাচ্চু স্যার (তিনি তো আর নেই), হাবিব ভাই, বালাম ভাই, হƒদয় ভাই তারা নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন না।

যে কারণে বলা যায় মানহীন গানগুলো হঠাৎ করেই আলোচনায় চলে আসছে। আমি আগামীতে আরো ভালো মানসম্পন্ন গান করতে চাই যেসব গানের কথায় এবং মিউজিক ভিডিওতেও চমৎকার কথা থাকবে, থাকবে সুস্থ বিনোদন। কারণ আমাদের সঙ্গীতাঙ্গনের ইতিহাস আমাদের পরবর্তী জেনারেশনকেই ভালো ভালো গানের মধ্যদিয়ে টিকিয়ে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে।’ শেখ সাদী জানান আরো নতুন কিছু গান শিগগিরই প্রকাশ হবে।
শেখ সাদীর গ্রামের বাড়ি মাদারীপুরে, থাকেন গাজীপুরের টঙ্গীতে। তার বাবা মজিবুর রহমান, মা পারুল আক্তার। তার অন্য দুই ভাই বোন শেখ ফরিদ ও ফারজানা। তার শ্রেষ্ঠ বন্ধু অর্পিতা ও হাসান। শেখ সাদী জানান হয়তো শিগগিরই তাকে অভিনয়েও দেখা যাবে।
