এক বরষায় লিরিক্স | Ek borshay lyrics | মেহের আফরোজ শাওন
এক বরষায় লিরিক্স, শাওনের বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী।তার মা তহুরা আলী জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন।
এক বরষায় লিরিক্স | Ek borshay lyrics | মেহের আফরোজ শাওন
গানঃ যদি মন কাঁদে তুমি চলে এসো
শিল্পীঃ মেহের আফরোজ শাওন
অ্যালবামঃ চল বৃষ্টিতে ভিজি
এক বরষায় লিরিক্স
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়। (২বার)
এসো ঝরো ঝরো বৃষ্টিতে,
জল ভরা দৃষ্টিতে,
এসো কোমলও শ্যামলও ছায়-
চলে এসো, তুমি চলে এসো,
এক বরষায়।
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়।।
যদিও তখন আকাশ থাকবে বৈরি,
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। (২বার)
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলো আলো
তুমি চলে এসো এক বরষায়।
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়।।।
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে,
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে। (২বার)
কদম গুচ্ছ খোপায়ে জড়ায়ে দিয়ে,
জল ভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে,
চলে এসো, চলে এসো – এক বরষায়।
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়।।
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়। (২বার)
এসো ঝরো ঝরো বৃষ্টিতে,
জল ভরা দৃষ্টিতে,
এসো কোমলও শ্যামলও ছায়-
চলে এসো, তুমি চলে এসো,
এক বরষায়।
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়।।
যদিও তখন আকাশ থাকবে বৈরি,
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। (২বার)
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলো আলো
তুমি চলে এসো এক বরষায়।
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়।।।
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে,
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে। (২বার)
কদম গুচ্ছ খোপায়ে জড়ায়ে দিয়ে,
জল ভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে,
চলে এসো, চলে এসো – এক বরষায়।
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়।।
Ek borshay lyrics in english
Jodi mon kaade tumi cole esho,
Cole esho, ek boroshay (2x)
Esho jhoro jhoro brosti te,
jolo vora dristite,
Esho komolo shamolo chay-
Cole esho, Tumi cole esho
Ek Boroshay.
Jodi mon kade, tumi cole esho
Cole esho, Ek boroshay.
Jodio tokhon akash thakbe boiri,
kodom guccho hate niye ami toiri. (2x)
Utola akash meghe meghe hobe kalo,
Jholoke kholoke Nacibe Bijolo alo,
Tumi cole esho ek boroshay.
Jodi mon kade, tumi cole esho
Cole esho, Ek boroshay.
Namibe adhar bela furabar khone,
Megh mollar bristir mone mone. (2x)
Kodom fuccho khopay joraye diye,
Jol vora mathe nacibo tomay niye,
Cole esho, Cole esho,. ek boroshay.
Jodi mon kade, tumi cole esho
Cole esho, Ek boroshay.
গুগোল নিউজে আমাদের ফলো করুন
মেহের আফরোজ শাওন :
মেহের আফরোজ শাওন (জন্ম: ১২ অক্টোবর ১৯৮১) একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
শাওনের বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তার মা তহুরা আলী জাতীয় সংসদের একজন সাংসদ ছিলেন।
নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।