এখন অনেক রাত লিরিক্স | Ekhon Onek Raat Lyrics | অনুপম | Hemlock Society

এখন অনেক রাত লিরিক্স | অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

এখন অনেক রাত লিরিক্স | Ekhon Onek Raat Lyrics | অনুপম | Hemlock Society

Movie Name: Hemlock Society
Song Name: Ekhon Onek Raat (এখন অনেক রাত)
Vocal, Music & Lyrics: Anupam Roy
Director: Srijit Mukherji
Label: Shree Venkatesh Films

এখন অনেক রাত লিরিক্স | Ekhon Onek Raat Lyrics | অনুপম | Hemlock Society

এখন অনেক রাত লিরিক্স:

এখন অনেক রাত,

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।

ছুঁয়ে দিলে হাত,

আমার বৃদ্ধ বুকে তোমার মাথা

চেপে ধরে টলছি কেমন নেশায় (x2)

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,

পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।

আমি ভাবতে পারি নি,

তুমি বুকের ভেতর ফাটছো আমার

শরীর জুড়ে তোমার প্রেমের বীজ

আমি থামতে পারি নি,

তোমার গালে নরম দুঃখ

আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।

তোমার গানের সুর,

আমার পকেট ভরা সত্যি মিথ্যে

রেখে দিলাম তোমার ব্যাগের নীলে

জানি তর্কে বহুদূর,

তাও আমায় তুমি আঁকড়ে ধরো

আমার ভেতর বাড়ছো তিলে তিলে।

কেন যে অসংকোচে অন্ধ গানের কলি,

পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।

আমি ভাবতে পারি নি,

তুমি বুকের ভিতর ফাটছো আমার

শরীর জুড়ে তোমার প্রেমের বীজ

আমি থামতে পারি নি,

তোমার গালে নরম দুঃখ

আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।

এখন অনেক রাত,

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়

ছুঁয়ে দিলে হাত,

আমার বৃদ্ধ বুকে তোমার মাথা,
চেপে ধরে টলছি কেমন নেশায়।

এখন অনেক রাত লিরিক্স | Ekhon Onek Raat Lyrics | অনুপম | Hemlock Society

Ekhon Onek Raat Lyrics :

Ekhon onek raat tomar kadhe amar niswash

ami benche achi tomar bhalobasay

Chuye dile haath

amar briddho buke tomar matha

chepe dhore tolchi kemon neshay [x2]

Ekhan anek rat tomar kandhe amar nissash

Keno je osongkoche ondho ganer koli

Pakhar bleder tale soja suji kotha boli

Ami vabte parini

Tumi buker vitor fatcho amar

Shorir jure tomar premer bij

Ami thamte parini

Tomar gaale norom dukkho

Amay duhat diye muchte dio please..

Tomar gaaner sur

Amar poket vora sotti mitthe

rekhe dilam tomar beger nile

Jani torke bohudur

Tao amay tumi akre dhoro

amar vetor barcho tile tile

অনুপম রায় এর  প্রাথমিক জীবন:

অনুপম রায় জন্মগ্রহণ করেন ২৯ মার্চ ১৯৮২ সালে। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট.পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুল এ। তিনি তার কলেজ জীবন পার করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস ব্যাঙ্গালোর, কলকাতা তে ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

এখন অনেক রাত লিরিক্স | Ekhon Onek Raat Lyrics | অনুপম | Hemlock Society

সঙ্গীত জীবন: 

অনুপম রায় গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। অটোগ্রাফ চলচিত্রে তার গান “আমাকে আমার মতো থাকতে দাও” কে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়। এরপরে চলো পাল্টাই সিনেমায় তার বাড়িয়ে দাও সহ বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহঃস্পতি শুরু হয় বাইশে শ্রাবণ চলচিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়।

বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া “গভীরে যাও” বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুড়িদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া একবার বল । তাছাড়া রূপম ইসলামের এই শ্রাবণ ও সপ্তর্ষী মুখোপাধ্যায়ের “যে কটা দিন” দারুণ জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও অনুপম জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি (বাংলাদেশ), শুন্য অঙ্ক, জাতিস্মর, চতুষ্কোণ, প্রাক্তন, বেলাশেষে সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচিত্রে কাজ করেছেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিতপিকু চলচিত্রের সঙ্গীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর পিঙ্ক, রানিং শাদি ডট কম, ডিয়ার মায়া, পরি, অক্টোবরসহ বেশ কয়েকটি বলিউড চলচিত্রে কাজ করেছেন। এখন পর্যন্ত তার চারটি একক অ্যালবাম বেরিয়েছে- প্রথমটি “দূরবীনে চোখ রাখবো না”, দ্বিতীয়টি “দ্বিতীয় পুরুষ”, তৃতীয়টি বাক্যবাগীশ এবং চতুর্থটি এবার মরলে গাছ হবো। তার প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা লাভ করে। তবে অনেকের মতে সব কিছুকে ছাপিয়ে যায় দ্য অনুপম রায় ব্যান্ড-এর স্টেজ পারফরমেন্স।

আরও দেখুনঃ

Leave a Comment