এমন যদি হতো আমি একটা পাখি লিরিক্স | জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়।
এমন যদি হতো আমি একটা পাখি লিরিক্স | Emon jodi hoto ami ekta pakhi lyrics | Noyon Joler Gaan
Album Name : Noyon Joler Gaan
Lyrics & Tune : Rahul Ananda
Audio Production: Dewan Anamul Hasan Raju
Video Making: Jolkahon
Edit & Color: Ananda Jatra
Camera: Ali Ashraf Siddique Sayem & Pijush Kuri
Produced by : Joler Gaan

এমন যদি হতো আমি একটা পাখি লিরিক্স :
পাখির চোখে দেখি আকাশ মাঠ,
পাখির চোখে দেখি আকাশ মাঠ।
আধাঁর কেটে ভোর সূর্য উঠে রাঙা
বন্ধু আমি পাখি হলেও
আমার একটা ডানা ভাঙ্গা, আহারে,
আমার একটা ডানা ভাঙ্গা, আহারে।স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই রয়
এক জীবনে কি আর এমন হয়, আহারে,
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়
এক জীবনের সবটা অপচয়, আহারে,
কি আর এমন হয়, আহারে..আমি একটা পাখি, সাদা’কালোয় আঁকি
বাঁকা দুই ডানা আর মায়াভরা চোখ,
বাঁকা দুই ডানা আর মায়াভরা চোখ।
খোলা হাওয়ায় উড়ে উড়ে
ভাসাই পালক বুক, আহারে,
দেখি তোমার মুখ, আহারে,
এমন যদি হতো, আমি একটা পাখি
ভাসাই পালক বুক, আহারে,
আমি দেখি তোমার মুখ, আহারে।
এমন যদি হতো, আমি একটা পাখি,
পাখির চোখে দেখি আকাশ মাঠ,
পাখির চোখে দেখি আকাশ মাঠ।
আধাঁর কেটে ভোর সূর্য উঠে রাঙা,
আধাঁর কেটে ভোর সূর্য উঠে রাঙা
বন্ধু আমি পাখি হলেও
আমার একটা ডানা ভাঙ্গা, আহারে,
আমার একটা ডানা ভাঙ্গা, আহারে।
এমন যদি হতো, আমি একটা পাখি
আমি ভাসাই পালক বুক, আহারে,
আমি দেখি বন্ধুর মুখ, আহারে,
আমার একটা ডানা ভাঙ্গা, আহারে,
আমি একটা পাখি, আহারে,
আমার একটা ডানা ভাঙ্গা, আহারে,
আমি ভাসাই পালক বুক, আহারে,
আমি দেখি তোমার মুখ, আহারে,
আমি একটা পাখি, আহারে,
আমার একটা ডানা ভাঙ্গা, আহারে..

Emon jodi hoto ami ekta pakhi lyrics:
Emon jodi hoto ami ekta pakhi
Pakhir chokhe dekhi akash maath
Andhar kete bhor surjo othey ranga
Bondhu ami pakhi holeo
Amar ekta dana bhanga, ahare
Emon jodi hoto ami ekta pakhi
Bhashai palok buk, ahare
Ami dekhi tomar mukh, ahare
ধরন:
জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে।

পরিচিতি:
ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।