এমন যদি হতো লিরিক্স | emon jodi hoto lyrics | joler gaan | রাহুল আনন্দ

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoto lyrics | joler gaan | রাহুল আনন্দ

বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়।

জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে।
ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।

এ্যালবাম :

অতল জলের গান (১২ এপ্রিল, ২০১৩)
পাতালপুরের গান (১ জুন, ২০১৪)
নয়ন জলের গান (২৭ অক্টোবর, ২০১৯)

 

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoto lyrics | joler gaan | রাহুল আনন্দ
joler gaan

 

 

 

এমন যদি হতো লিরিক্স | emon jodi hoto lyrics | joler gaan | রাহুল আনন্দ

ব্যান্ডঃ জলের গান

 

বকুল ফুল লিরিক্স [ Bokul Ful lyrics ] । জলের গান । joler gaan

 

এমন যদি হতো লিরিক্স :

এমন যদি হতো আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

পালাই বহুদূরেক্লান্ত ভবঘুরে

ফিরব ঘরে কোথায় এমন ঘর

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

এমন যদি হতো আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি

শূণ্য ভীষণ শূণ্য মনে হয়

কী আর এমন হবেকে পেয়েছে কবে

কী আর এমন হবেকে পেয়েছে কবে

স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়

এমন যদি হতো আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

হতাম যদি রঙিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি (x2)

দিনের আলো কাটে উড়ে উড়ে

তোমার আমার গানের সুরে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ (x2)

 

বকুল ফুল লিরিক্স [ Bokul Ful lyrics ] । জলের গান । joler gaan

 

Emon jodi hoto english lyrics :

Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon
Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon
Palay bohudure klanto voboghure
Firbo ghore kothay emon ghor
Brikkho tole shuye tomar dukkho chuye
Brikkho tole shuye tomar dukkho chuye
Ghum ashe na ghumo sarthopor
Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon
Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon
Hotat fire dekhi nijer mukhomukhi
Shunno vishon sunno mone hoy
Ki ar emon hobe ke peyeche kobe
Ki ar emon hobe ke peyeche kobe
Sopno gulo sopno hoyei roy
Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon
Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon
Hotam jodi rongeen projapoti
Fule fule matamati
Hotam jodi rongeen projapoti
Fule fule matamati
Diner alo kate urey urey
Tomar amar gaaner shure
Brikkho tole shuye tomar dukkho chuye
Brikkho tole shuye tomar dukkho chuye
Ghum ashe na ghumo sarthopor
Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon
Emon jodi hoto ami pakhir moto
Urey urey berai sharakkhon

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

Leave a Comment