এ পাগলের ভালোবাসার স্বভাব লিরিক্স | সাদাত হোসাইন (জন্ম ২১ মে ১৯৮৪) একজন বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক। তিনি নিজেকে গল্পকার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন সারাবিশ্বের বাঙালি পাঠকদের মাঝে তিনি অন্যতম জনপ্রিয় একজন লেখক।
E pagoler bhalobashar shobhab lyrics | Tawhid Afridi
এ পাগলের ভালোবাসার স্বভাব লিরিক্স | Sadat Hossain
Song : Ekdin Porabe Amar Ovab
Vocal, Tune & Lyrics : Sadat Hossain
Music : PB Rudro
Guitar: Shuvo Ds
Esraj: Amit Biswas
DOP, Edit & Color : Farhan Ahmed Rafat
Directed By : Manju Ahmed
Label : G-Series
এ পাগলের ভালোবাসার স্বভাব লিরিক্স :
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে,
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের-ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
এ পাগলের-ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সে তো নয়রে তোমার হাতের খেলনা,
এ পাগলের-ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের-ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদোরে,
হৃদয় মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের-ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
E pagoler bhalobashar shobhab lyrics :
Hridoyo majhare pushlam koto adore
Tumi bondhu apon chinla na
E pagoler bhalobashar shobhab
Ekdin porabe amar obhab
Tumi Bondhu dhorbe por manusher haat
Amar buke ashbe omabossha raat
Ovagar mon niye korona cholona
Mon seto noy re tomar haater khelna
E pagoler valobasar shobhab
Ekdin porabe amar obhab
https://www.youtube.com/watch?v=kCXVNxEVVxs
বাল্যকাল এবং শিক্ষা:
সাদাত হোসেনের জন্ম বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা:
সাদাত হোসাইনের জন্ম কালকিনি, মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।
কর্মজীবন:
একটি পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কর্মরত অবস্থায় ২০১৩ সালে তার প্রথম বই ‘গল্পছবি’ প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি ছোটগল্প ও উপন্যাস এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বইয়ের দোকান Rokomari.com এর মতে, গত কয়েক বছর ধরে একুশে বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার বই। এছাড়াও ভারতের কলকাতায় বাংলাদেশ বইমেলায় তার বই পাঠকপ্রিয়তা পায়।
তিনি বাংলাদেশ ও ভারতের কিছু সংবাদপত্র এবং ম্যাগাজিনের জন্য নিয়মিত ছোটগল্প লেখেন।
