ও জেডা ফইরার বাপ লিরিক্স | O Jeda Foirar Baap Lyrics | Sandipon | Prem Sundor

ও জেডা ফইরার বাপ লিরিক্স | সন্দীপন চট্টোপাধ্যায় (২৫ অক্টোবর ১৯৩৩ – ১২ ডিসেম্বর ২০০৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। বিগত বিশ শতকের পাঁচের দশকের অন্যতম গদ্যকার যিনি বিষয় নির্বাচনে ও আঙ্গিকের প্রয়োগে স্বতন্ত্র ছিলেন।  তিনি বাংলা সাহিত্যের ‘আভাঁ গার্দ’ লেখকগোষ্ঠীর অন্যতম

ও জেডা ফইরার বাপ লিরিক্স | O Jeda Foirar Baap Lyrics | Sandipon | Prem Sundor

Song : O Jeda Foirar Baap

Singer : Sandipon , Prem Sundor 

ও জেডা ফইরার বাপ লিরিক্স | O Jeda Foirar Baap Lyrics | Sandipon | Prem Sundor 

ও জেডা ফইরার বাপ লিরিক্স :

ও জেডা ফইরার বাপ ও জেডা ফইরার বাপ
একদিন বুঝিবা জ্যাডা, একদিন বুঝিবা

ক্ষেতর উদ্দি হোনাহুইন্যে আর হতদিন আডিবা?
তোয়ার ক্ষেতদি কেউ আডিলে এত্তে ওয়া গাইল দিবা।
একদিন বুঝিবা জ্যাডা, একদিন বুঝিবা

বাল্টির ভুতুর পানি রাহি দুধ দোয়াইতু য,
এক বাল্টি দুধ গাইয়ে দিয়্যে মাইনষ্যেরে বুঝঅ।

এই পাইন্ন্যে দুধর বেচা টেয়া হন সিন্দুকুত রাহিবা?
একদিন বুঝিবা জ্যাডা, একদিন বুঝিবা

ও জেডা ফইরার বাপ লিরিক্স | O Jeda Foirar Baap Lyrics | Sandipon | Prem Sundor 
ও জেডা ফইরার বাপ লিরিক্স | O Jeda Foirar Baap Lyrics | Sandipon | Prem Sundor 

 

আরা বছর গরু ছল এদ্দি এদ্দি পালিলা
বাধিবুল্যাই হইলে জেডা ভেটকেই ভেটকেই হাসিলা
এই হাসি হাসি জুলুম গরি বট তলি তুঁই কিনিবা

তোঁয়ার ক্ষেতত বাইয়্যুন মরিচ হদু ধরে জানি।
ডাগর ক্ষেতর হদু কিল্লেই ঠ্যাঙে ছিড়ো টানি।
পরর জিনিস ভার পুরাই লই নিজর উয়্যর পুরাইবা।
একদিন বুঝিবা জ্যাডা, একদিন বুঝিবা।

মাইনষ্যে ত হয় তোয়ারো গুষ্টি বউত ধর্মীয়ত,
ত্যুঁই হত্তুন পাইলা জেডা কু হাছিয়ত।
গোডা জনম হাডাই দিলা হালাল হত্তে চিনিবা?
একদিন বুঝিবা জ্যাডা, একদিন বুঝিবা।

ও জেডা ফইরার বাপ ও জেডা ফইরার বাপ
একদিন বুঝিবা জ্যাডা, একদিন বুঝিবা

 

 

এটাই আমাদের দেশের আঞ্চলিক গানের ঐতিয্য, চট্টগ্রাম এর গান যুগ যুগ দরে সেই ঐতিয্য দরে রেখেছে, নোয়াখালী থেকে বলছি এরা আমাদের দেশের লিজেন্ড। সন্দিপন দাদা তো আমার প্রিয় একজন শিল্পি

লেখালেখি :

সন্দীপন চট্টোপাধ্যায়ের প্রথম গল্প-গ্রন্থ ক্রীতদাস ক্রীতদাসী ১৯৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস – একক প্রদর্শনী প্রকাশিত হয় দশ বৎসর পর লেখালেখির জগতে তিনি গল্প লিখেছেন ৭০টি, উপন্যাস ২১টি, এছাড়াও লিখেছেন অসংখ্য নিবন্ধ। একই সঙ্গে লিখেছেন ডায়েরি, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তার রচনায় বিজ্ঞাপনের ভাষা, মান্যভাষা, ইতরামি ও রকের ভাষা কোনটাই তার কাছে ব্রাত্য ছিল না

 

ও জেডা ফইরার বাপ লিরিক্স | O Jeda Foirar Baap Lyrics | Sandipon | Prem Sundor 
ও জেডা ফইরার বাপ লিরিক্স | O Jeda Foirar Baap Lyrics | Sandipon | Prem Sundor 

ছোটগল্প সংকলন
ক্রীতদাস-ক্রীতদাসী
সমবেত প্রতিদ্বন্দ্ধী ও অন্যান্য
হ্যাঁ প্রিয়তমা
এক যে ছিল দেয়াল
সোনালী ডানার ঈগল

 

আরও দেখুনঃ

Leave a Comment