কখনো ভাবিনি চলে লিরিক্স | kokhono vabini chole lyrics | Tahsin Ahmed
কখনো ভাবিনি চলে লিরিক্স। Tahsin Ahmed বাংলাদেশ এর একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমরা Tahsin Ahmed দ্বারা সঞ্চালিত 14 গান সম্পর্কে তথ্য সংগ্রহ করি। মিউজিশিয়ানদের জন্য মিউজিক চার্টের সর্বোচ্চ-চার্টিং পজিশন হল যে সঙ্গীতশিল্পী Tahsin Ahmed অর্জন করেছেন তা হল #5, এবং সবচেয়ে খারাপ স্থান হল । Tahsin Ahmed গানগুলি চার্টে 35 সপ্তাহ অতিবাহিত করেছে। শীর্ষস্থানীয় সঙ্গীত চার্টে উপস্থিত হয়েছে যা সেরা সঙ্গীতশিল্পী/ব্যান্ডকে পরিমাপ করে। সেখানে তিনি সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছেন ।
কখনো ভাবিনি চলে লিরিক্স | kokhono vabini chole lyrics | Tahsin Ahmed
Singer Tahsin-Ahmed Lyrics Iaminul Islam Album Valobashar Rong
কখনো ভাবিনি চলে যাবে লিরিক্স
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে
বলে দাও, আছি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে
অনেক পথের পথিক আমি ক্লান্তি সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝেই তাইতো আমার জীবনের শত আশা
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে
সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা
কখনো কালো কখনো নীল
কখনো বা ধূসর সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে
বলে দাও, আছি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
পথ চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও, আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে
kokhono vabeni chole jabe lyrics in english
Khola janala
Dokhiner batashe
Dheke jay pordar arale
Kokhon tumi
Eshe heshe bole dao
Achi tomar pashe
Bohudur poth
vishon akabaka
Cholte vishon voy
Tumi eshe bole dao
Achi ami pashe
korona kichutei voy
Kokhono vabini
Chole jabe tumi
Amake evabe kadiye
Kokhono bujhini
Fire ashbe na
Amar prithibi rangiye
Onek pothe pothik ami
Klanto shorboshesh
Tomar pother thikana khuje
Ami aj oboshesh
Tumi amar prothomo shesh
Jiboner valobasha
Tomar majhe taito amar
Jiboner joto asha
Kokhono vabini
Chole jabe tumi
Amake evabe kadiye
Kokhono bujhini
Fire ashbe na
Amar prithibi rangiye
Shada akashe megher velai
Robe ronger khela
Kokhono kalo Kokhono nil
Kokhono ba dhushor shada
Amar akash jure chilo
Tomari ronger mela
Shadar majhe kalo boshie
Tomar bidayer pala
Kokhono vabini
Chole jabe tumi
Amake evabe kadiye
Kokhono bujhini
গুগোল নিউজে আমাদের ফলো করুন
মূলত তাহসিন শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা বা উন্নত করা। তাহসিন সুন্দর একটি নাম। এই নামটি মূলত ছেলে বাবুদের ক্ষেত্রে রাখা হয়ে থাকে। আপনি চাইলে আপনার ছেলে শিশুর নাম রেখে দিতে পারেন তাহসিন। মেয়েদের ক্ষেত্রে সাধারণত তাহসিন নামের রাখার প্রচলন নেই। পাকিস্তান ভারত বাংলাদেশ সৌদি আরব সহ আরো অন্যান্য কান্ট্রিতে দেখা যায় তাহসিন নাম সাধারণত ছেলেদের ক্ষেত্রে রাখা হচ্ছে।