স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না লিরিক্স | sartho sara bondhu bandhob kase ase na lyrics | নকুল কুমার বিশ্বাস

স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না লিরিক্স | নকুল কুমার বিশ্বাস একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক। ১৯৯৬ সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হওয়া তার গাওয়া ‘বিয়া করলাম ক্যানরে দাদা, বিয়া করলাম ক্যান’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।

স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না লিরিক্স | sartho sara bondhu bandhob kase ase na lyrics | নকুল কুমার বিশ্বাস

singer : Nakul Kumar Bishwas

 

স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না লিরিক্স | sartho sara bondhu bandhob kase ase na lyrics | নকুল কুমার বিশ্বাস
নকুল কুমার বিশ্বাস

 

স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না লিরিক্স :

স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব
কাছেও আসেনা,
বিনা স্বার্থে দুনিয়ায়
কেউ ভালবাসেনা………..২
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা…………..২
কাঁদা আর খড়কুটা দিয়ে,
মাটির মূর্তি গড়ে,
লক্ষ টাকা মজুরি নেয়
মূর্তির কারিগরে…………..২
মা আমার সুন্দর দেহ,
গড়ে দিয়েও মূল্য চাইলো না……….২
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা…………….২
কৌটার দুধ পাঁচ বছর খেলে
হিসেবটা পাকা,
প্রতি শিশুর পিছে খরচ
কয়েক লাখ টাকা……………২
মা আমায় বুকের সুধা,
পান করাইয়াও মূল্য চাইলো না……..২
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা…………….২
সাধকের জীবন কাটে,
তার মুক্তির সাধনায়,
মায়ের জীবন কাটে
ছেলের মঙ্গল কামনায়…….২
তাই নকুল বলে মা ছাড়া
আর অন্য কেহ না………….২
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধু আমার মা………………২
স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব
কাছেও আসেনা,
বিনা স্বার্থে দুনিয়ায়
কেউ ভালবাসেনা………..২
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা…………..২

স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না লিরিক্স | sartho sara bondhu bandhob kase ase na lyrics | নকুল কুমার বিশ্বাস
নকুল কুমার বিশ্বাস
শিল্পির পারিবারিক জীবন

নকুল কুমার বিশ্বাস ১৯৬৫ সালে মাদারীপুর জেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে তার অবস্থান পঞ্চম। তার পিতার নাম সুরেন্দ্র নাথ বিশ্বাস এবং মাতার মঙ্গলী দেবী।

 

স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না লিরিক্স | sartho sara bondhu bandhob kase ase na lyrics | নকুল কুমার বিশ্বাস
নকুল কুমার বিশ্বাস

 

কর্ম জীবন

মাত্র আট বছর বয়সে যাত্রার দলে শিল্পী হিসেবে যোগদানের মাধ্যমে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু। সেই থেকে যাত্রাসহ গ্রাম ও শহরাঞ্চলে বহু অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি। গানের পাশাপাশি তিনি সেতার, তবলা, বাঁশি, সরোদ, সন্তুর, দোতারা, ও ম্যান্ডালিনসহ আরো নানারকম বাদ্য যন্ত্রে পারদর্শী, বিশেষ করে হারমোনিয়াম বাজানোতে রয়েছে তার বিশেষ দক্ষতা। বাংলাদেশ বেতারে যন্ত্র ও সঙ্গীতশিল্পী হিসেবে চাকরি করেছেন অনেকদিন। তবে ক্যারিয়ারে তার সবসেরা সুযোগটি আসে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে অংশগ্রহণের মাধ্যমে।

‘ইত্যাদি’ তে গান পরিবেশনের সুবাদেই শ্রোতা-দর্শকদের কাছে তার সর্বাধিক পরিচিতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পরে।

Leave a Comment