প্রেমের কাহিনী গান লিরিক্স | premer kahini gaan lyrics | প্রেমের কাহিনী | Jeet Gannguli

প্রেমের কাহিনী গান লিরিক্স | জিৎ গাঙ্গুলী ভারতের একজন বিখ্যাত সংগীত পরিচালক এবং গায়ক। তিনি শুধু বাংলায়ই নয়, হিন্দিতেও সঙ্গীত পরিচালনা করেছেন। মুম্বইয়ের একটি সংষ্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩ বছর বয়সে সংগীতের দুনিয়ায় প্রবেশের ইচ্ছা জাগ্রত হয়েছিল তার মনে।

 

প্রেমের কাহিনী গান লিরিক্স | premer kahini gaan lyrics | প্রেমের কাহিনী | Jeet Gannguli

 

প্রেমের কাহিনী গান লিরিক্স | premer kahini gaan lyrics | প্রেমের কাহিনী | Jeet Gannguli

Song: Premer kahini lyrics ( প্রেমের কাহিনী )
Singer: Shaan
lyricist: Priyo Chattopadhyay
Music: Jeet Gannguli
Film : Premer Kahini
Starring: Dev, Koel, Jisshu Sengupta, Ranjit Mullick, and others
Producer: SVF
Direction: Ravi Kinagi
Screenplay: N.K Salil
Music Label: SVF Music

 

প্রেমের কাহিনী গান লিরিক্স :

সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে
সারে ধা পা নি
সারে ধা পা নি
সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে
প্রেমের কাহিনী ।
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
এই ভালোবাসাতে আমাকে ভাসাতে ।
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী ।
মনে স্বপ্ন এলোমেলো,
এই কি শুরু হল প্রেমের কাহিনী ।
এলো মেঘ যে এলো ঘিরে
বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী
মনে স্বপ্ন এলোমেলো,
এই কি শুরু হল প্রেমের কাহিনী ।
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে ।
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এত আশা,
ভালোবাসা এ মনে ।
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এত আশা,
ভালোবাসা এ মনে ।
সে বৃষ্টি ভেজা পায়ে
সামনে এলে হায়, ফোটে কামিনী ।
আজ ভিজতে ভালোলাগে
শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ।
সে বৃষ্টি ভেজা পায়ে
সামনে এলে হায়, ফোটে কামিনী ।
আজ ভিজতে ভালোলাগে
শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ।
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে ।
শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়
হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় ।
শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়
হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় ।
জানি সেই তো ছিলো আগে
ঘুমে অনুভবে স্বপ্ন চারিনী ।
আজ রাগে অনুরাগে
লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী ।
জানি সেই তো ছিলো আগে
ঘুমে অনুভবে স্বপ্ন চারিনী ।
আজ রাগে অনুরাগে
লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী ।
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে
রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে ।
প্রেমের কাহিনী গান লিরিক্স | premer kahini gaan lyrics | প্রেমের কাহিনী | Jeet Gannguli
প্রেমের কাহিনী গান লিরিক্স | premer kahini gaan lyrics | প্রেমের কাহিনী | Jeet Gannguli

premer kahini gaan lyrics in english :

 

sa ni sa sa sa sa sare
sa sa sa sa sare
sa re dha pa ni
sa re dha pa ni
sa ni sa sa sa sa sare
sa sa sa sa sare
premer kahini.
Rimjhim e dharate chay mon harate
Rimjhim e dharate chay mon harate
Ei Bhalobashate amake vashate.
Elo megh je elo ghire
Brishti sure sure sonay ragini.
Mone shopno elomelo
Ei ki shuru holo premer kahini.
Rimjhim e dharate chay mon harate
Rimjhim e dharate chay mon harate.
Age koto brishti je dekhechi srabone
Jageni to eto asha
Bhalobasha e mone.
Age koto brishti je dekhechi srabone
Jageni to eto asha
Bhalobasha e mone.
Se brishti veja paye
Samne ele hay fote kamini.
Aaj bhijte bhalo lage
Shunno mone jage premer kahini.
Se brishti veja paye
Samne ele hay fote kamini.
Aaj bhijte bhalo lage
Shunno mone jage premer kahini.
Rimjhim e dharate chay mon harate
Rimjhim e dharate chay mon harate.
Sraboner buke prem kobita je likhe jaay
Hridoyer moru pathe jolchobi theke jaay.
Sraboner buke prem kobita je likhe jaay
Hridoyer moru pathe jolchobi theke jaay.
Jani sei to chilo age
Ghume onubhobe shopnocharini.
Aaj rage-onurage lekhe
brishti dage premer kahini.
Jani sei to chilo age
Ghume onubhobe shopnocharini.
Aaj rage-onurage lekhe
brishti dage premer kahini.
Rimjhim e dharate chay mon harate
Rimjhim e dharate chay mon harate.
Rimjhim e dharate chay mon harate
Rimjhim e dharate chay mon harate.

প্রেমের কাহিনী গান লিরিক্স | premer kahini gaan lyrics | প্রেমের কাহিনী | Jeet Gannguli
প্রেমের কাহিনী গান লিরিক্স | premer kahini gaan lyrics | প্রেমের কাহিনী | Jeet Gannguli

জিৎ গাঙ্গুলী ভারতের একজন বিখ্যাত সংগীত পরিচালক এবং গায়ক। তিনি শুধু বাংলায়ই নয়, হিন্দিতেও সঙ্গীত পরিচালনা করেছেন। মুম্বইয়ের একটি সংষ্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩ বছর বয়সে সংগীতের দুনিয়ায় প্রবেশের ইচ্ছা জাগ্রত হয়েছিল তার মনে। কলকাতার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ব্যক্তি কলি গাঙ্গুলীর নিকট তিনি উপমহাদেশীয় সংগীত সঙ্গীত শেখেন। কলি গাঙ্গুলীই তার পিতা এবং ‘গুরু’। পক্ষান্তরে তিনি কার্লটন কিটোর নিকট পাশ্চাত্য সংগীত শেখেন। সঙ্গীতের এই দুই ধারায় পারদর্শী হয়ে তিনি বলিউড এবং টলিউডে অনবদ্য কিছু সঙ্গীত পরিচালনা করেন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

গাঙ্গুলী তিন বছর বয়সে সঙ্গীত বিশ্বের শুরু হয়। তিনি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় তার বিদ্যালয় জীবনের সমাপ্তি করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তার পিতা কালী গাঙ্গুলী এবং তার পিসিমা শিবানী রায়চৌধুরী এর নির্দেশনায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীততে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, জ্যাজ এবং জ্যাজ গিটারবাদী কার্লটন কিটো -এর থেকে শিক্ষা গ্রহণ করেন।

পেশা

সঞ্জয় গান্ধী তেরে লিয়ে চলচ্চিত্রের জন্য তাকে এবং প্রিতমকে সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন। এরপর যশরাজ ফিল্মস-এর অধীনে মেরে ইয়ার কি শাদি হ্যায় চলচ্চিত্রেও এই জুটি সঙ্গীত পরিচালনার দায়িত্ব পায়। সঞ্জয় গান্ধী এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন।

এরপর তিনি বহু চলচ্চিত্র, ধারাবাহিক এবং অন্যান্য জায়গায় সঙ্গীত পরিচালনা করেন। বর্তমানে তিনি অন্যতম সেরা সঙ্গীত পরিচালক। হিন্দিতে আশিকি ২ চলচ্চিত্রের গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রে তিনি সেদিন দেখা হয়েছিলচ্যালেঞ্জচ্যালেঞ্জ ২আওয়ারারংবাজ সহ বেশকয়েকটি চলচ্চিত্রে দুর্দান্ত জনপ্রিয় কিছু গান নির্মাণ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment