মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার

মনে কি পড়ে সেই দিন লিরিক্স | হিন্দির পাশাপাশি তিনি প্রচুর জনপ্রিয় বাংলা চলচ্চিত্র সহ বাংলা আধুনিক গানও গেয়েছেন। উত্তম কুমারের জন্য তার প্লেব্যাক করা উল্লেখযোগ্য ছবির ভিতর রয়েছে রাজকুমারী, অমানুষ, আনন্দ আশ্রম এবং ওগো বধূ সুন্দরী। একটি বাংলা ছবি লুকোচুরি তে তিনি নায়কের অভিনয় এবং গান করেছেন। সত্যজিৎ রায়ের দু’টি চলচ্চিত্র চারুলতাএবং ঘরে বাইরের জন্য তিনি রবীন্দ্র সঙ্গীত গেয়েছিলেন।

 

মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার
মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | 

 

মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার

ফিল্ম: আখিরী বদলা (হিন্দী)

ছায়াছবি: স্বর্ণতৃষা

কথা ও সুর: সলিল চৌধুরী

শিল্পী: কিশোর কুমার

 

মনে কি পড়ে সেই দিন  লিরিক্স :

মনে পড়ে মনে পড়ে সেই সব দিন
সেইসব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন
সেইসব ঋতু জুড়ে ফাগুনেরও দিন।
মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন
সেই সব ঋতু জুড়ে ফাগুনেরও দিন।
মনে পড়ে সেই সব দিন।।
ভালোবাসা কি যে যাদু,
কি যে মধু আছে তার পাত্রে ভরা,
সকলি নতুন লাগে নতুন এ ধরা।।
মধুর কি যে সে ব্যথা
না বলা কতো সে কথা
চোখে চোখে চেয়ে শুধু
কেটে যাওয়া দিন।
মনে পড়ে সেই সব দিন।।
শুধু দুজনায় মিলে,
সৃজন করা যে যায় বিশ্ব ভুবন,
ভালো যে বেসেছে শুধু জানে সেই জন।।
সে ভুবনে নাই সীমা সারাক্ষণ পূর্ণিমা
মিলেমিশে এক হয়ে যায় রাত দিন।
মনে পড়ে সেই সব দিন
সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গিন
সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন।
মনে পড়ে সেই সব দিন।।
মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার
মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার

Mone Pore Sei Sob Din lyrics in english :

Mone pore
mone pore sei sob din
sei sob jhore jawa shopno rongin
sei sob ritu jure fagunero din
mone pore sei sob din
sei sob jhore jawa shopno rongin
sei sob ritu jure fagunero din
(mone pore sei sob din)-x2
(Valobasha ki je jadu
ki je modhu ache tar patre vora
sokoli notun lage,notun e dhora)-x2
modhur ki je se byatha
na bola koto se kotha
chokhe chokhe cheye
shudhu kete jawa din
(mone pore sei sob din)-x2
(Shudhu dujonay mile
Srijon kora je jay Bishwa Vuban
Valo je besheche shudhu jane sei jon)-x2
Se vubane nai sima
sarakhon purnima
Milemishe ek hoye jay rat din
mone pore sei sob din
sei sob jhore jawa shopno rongin
sei sob ritu jure fagunero din
(mone pore sei sob din)-x2
মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার
মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার

কিশোর কুমার :

(৪ আগস্ট, ১৯২৯ – ১৩ অক্টোবর, ১৯৮৭) ছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। কিশোর কুমারের চার অদ্ভুত কাহিনী:-কিশোর কুমার ৪ই আগস্ট ৪টার সময় জন্ম গ্রহণ করেন এবং ৪র্থ সন্তান। তিনি জীবনে ৪ টি বিয়ে করেন, চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন।

কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া, এবং উর্দু। এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে। তিনি ৮ বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন। তাকে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় এবং তার নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করে।

সাধারণত গায়ক হিসাবে তাকে দেখা হলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন। তার অভিনীত বিখ্যাত কয়েকটি হাস্যরসাত্মক চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮), হাফ টিকিট (১৯৬২), পড়োশন (১৯৬৮), হাঙ্গামা (১৯৭১), পেয়ার দিবানা (১৯৭৩), বাড়তি কা নাম দাড়ি (১৯৭৪)। এছাড়া অন্যান্য চলচ্চিত্রের ভিতর রয়েছে নোকরি, বন্দী, দূর গগন কি ছাঁও মে, দূর কা রাহি প্রভৃতি।

মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার
মনে কি পড়ে সেই দিন লিরিক্স | Mone Pore Sei Sob Din lyrics | স্বর্ণতৃষা | কিশোর কুমার

 

প্রাথমিক জীবন :

কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডোবাতে বাঙালি গাঙ্গুলী (গঙ্গোপাধ্যায়) পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন একজন উকিল। কুঞ্জলাল গাঙ্গুলীর পৈতৃক বাড়ি ও জন্মস্থান হলো ঢাকার অদূরে বিক্রমপুরে (বর্তমান নাম মুন্সীগঞ্জ) তার মার নাম ছিল গৌরী দেবী। কুঞ্জলাল জীবিকার তাগিদে মধ্য প্রদেশে চলে যান। কিশোর কুমারের জন্মনাম ছিল আভাস কুমার গাঙ্গুলী। চার ভাই বোনের ভিতর কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ। সবথেকে বড় ছিলেন অশোক কুমার তারপর সীতা দেবী। তারপর অনুপ কুমার আর অনুপ কুমারের থেকে পাঁচ বছরের ছোট ছিলেন কিশোর কুমার।

আরও দেখুনঃ

Leave a Comment