কুঞ্জ সাজাও গো লিরিক্স | Tomra Kunjo Sajao Go Lyrics | Folk Song

কুঞ্জ সাজাও গো লিরিক্স | বাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমি তার দশটি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। শাকুর মজিদ তাকে নিয়ে নির্মাণ করেছেন ভাটির পুরুষ নামে একটি প্রামাণ্য চিত্র। এছাড়াও সুবচন নাট্য সংসদ তাকে নিয়ে শাকুর মজিদের লেখা মহাজনের নাও নাটকের ৮৮টি প্রদর্শনী করেছে।

কুঞ্জ সাজাও গো লিরিক্স | Tomra Kunjo Sajao Go Lyrics | Folk Song

Song : Tomra Kunjo Sajao
Lyricist : Shah Abdul Karim

কুঞ্জ সাজাও গো লিরিক্স | Tomra Kunjo Sajao Go Lyrics | Folk Songc

কুঞ্জ সাজাও গো লিরিক্স :

তোমরা কুঞ্জ সাজাও গো
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

মনে চায়, প্রাণে চায়
মনে চায়, প্রাণে চায়
দিল চায় যারে,
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে,
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে,
যৌবনের বসন্তে এ মন থাকতে চায়না ঘরে।
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

আতর গোলাপ চুয়া-চন্দন ছিটাইয়া দাও ঘরে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে।
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

আসিলে আসিতে পারে ভরসা অন্তরে,
করিমে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে।
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
মনে চায়, প্রাণে চায়
মনে চায়, প্রাণে চায়
দিল চায় যারে,
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা তারে,
এগো প্রেমের আগুন হইয়া
দ্বিগুণ দিনে-দিনে বাড়ে
আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে,
আমায় যেন ছেড়ে যায় না প্রবোধ দিও তারে।

কুঞ্জ সাজাও গো লিরিক্স | Tomra Kunjo Sajao Go Lyrics | Folk Song

Tomra Kunjo Sajao Go Lyrics:

Tomra kunjo sajao go
Aaj amar pranonath ashite pare
Mone chay, praane chay
Dile chay jaare
Tomra kunja sajao go
Aj amar prananath ashite pare
Boshonto shomoy kokil dake kuhu sware
Jouboner boshonte mon Thakte chayna ghore

 

প্রাথমিক জীবন:

শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন। তিনি আফতাব-উন-নেসা কে বিয়ে করেন, যাকে তিনি সরলা নামে ডাকতেন। তিনি ১৯৫৭ সাল থেকে তার জন্মগ্রামের পাশে উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি।

তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।

আরও দেখুনঃ

Leave a Comment