কেন আজকাল লিরিক্স | Keno Aaj Kal Lyrics | Nachiketa Chakraborty | Josh

কেন আজকাল লিরিক্স | নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। নচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। নচিকেতার সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গান সমূহ

কেন আজকাল লিরিক্স | Keno Aaj Kal Lyrics | Nachiketa Chakraborty | Josh

Song : Keno Aajkal
Movie : Josh
Singer : Nachiketa Chakraborty
Music : Jeet Ganguli
Lyrics : Srijit Mukherji
Directed by : Ravi Kinagi
Produced by : Shrikant Mohta
Screenplay by : N.K. Salil
Label : SVF
কেন আজকাল লিরিক্স | Keno Aaj Kal Lyrics | Nachiketa Chakraborty | Josh

কেন আজকাল লিরিক্স :

অচেনা শহরে, নিচ্ছি উড়াল
কেন আজকাল?
নিচ্ছি উড়াল, কেন আজকাল?
খুচরো ছোঁয়াতে, ইচ্ছে ধোঁয়াতে
রাখছি করে আড়াল,
তোর নানান কথা, আর নীরবতা
আমার সন্ধ্যে সকাল,
হয় মাতাল, কেন আজকাল?
হয় মাতাল, কেন আজকাল?
তারায় তারায়, চর্চা খুব এখন
ধরা দিলো, দলছুট মন কেমন,
শেষে যদি, বিয়োগে বাজে সুর
ভেসে তবু, যাবোই বহুদূর।
তোর হাতের, আখরে, টালমাটাল
কেন আজকাল?
কেন আজকাল?
কেন আজকাল?
আকাশ ছোঁয়াচ, বৃষ্টির পরতে
বৃষ্টির বাস এ মনে
শ্রাবনে কী শরতে।
পেলাম খুঁজে, নক্সিকাঁথার মাঠ
পেলাম শেষে, কবিতাও হঠাৎ।
সবুজের আদরে, মন বেসামাল
কেন আজকাল?
কেন আজকাল?
কেন আজকাল?
কেন আজকাল লিরিক্স | Keno Aaj Kal Lyrics | Nachiketa Chakraborty | Josh

Keno Aaj Kal Lyrics :

Achena Sohore nichhi ural
keno aaj kal
Khuchro chowa te ichhe dhowate
Rakhchi kore aral
Tor nanan kotha, ar nirobota
Amar sondhey sokal
Hoy mataal keno aaj kal
Taray taray chorcha khub ekhon
Dhora dilo dolchut mon kemon
Sheshe jodi biyoge baaje sur
Vese tobu jaboi bohudur
Tor hater akhore talmaatal
Akash chowaach brishtir porote
Bristir baas e mone
Shrabone ki shorote
Pelam khuje nokhsikanthar maath
Pelam sheshe kobitao hotath
sobuje adore mon besamal

 

 

নচিকেতা চক্রবর্তী এরে প্রাথমিক জীবনঃ

জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৪, কলকাতায়। (বি.দ্র.তার সার্টিফিকেট অনুযায়ী ১ সেপ্টেম্বর ১৯৬৫ কেই তার জন্ম তারিখ হিসেবে গনণা করা হয়ে থাকে)। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে , পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা। প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং প্রকাশ পাওয়া মাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়।

নচিকেতা চক্রবর্তী মুহুর্তে হয়ে যান নচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস। পিছন ফিরে তাকাতে হয়নি কখনও। তার সবচেয়ে প্রিয় গান (নীজের লেখা গানের মধ্যে) ‘নীলাঞ্জনা ৩য় খন্ড’। এ পর্যন্ত তিনি তিনশতরও বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন। লেখা-লেখির ক্ষেত্রে জ্যাক লন্ডন এর লেখা পড়ে তিনি প্রথম অনুপ্রাণিত হয়েছেন। এ ছাড়া মহাভারতের কৃষ্ণ চরিত্র তাকে প্রভাবিত করে। গল্প লেখার জন্য অনুপ্রাণিত করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

কেন আজকাল লিরিক্স | Keno Aaj Kal Lyrics | Nachiketa Chakraborty | Josh

‘লেখক’ নচিকেতার গল্পের বৈশিষ্ট্য, তিনি গল্পে পারতপক্ষে নারী চরিত্র রাখতে চান না। (১৯৯২) সালে তার প্রথম অ্যালবাম “এই বেশ ভালো আছি” মুক্তি পায়; এটি একটি তাৎক্ষণিক হিট অ্যালবাম ছিল। প্রাথমিক পর্যায়ে তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সব বয়সের শ্রোতাকে স্পর্শ করতে পেরেছিলেন। চলিত ভাষার ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি নব্বইয়ের দশকের দিকে বাংলা সঙ্গীতের নিশ্চল অবস্থায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) এবং নচিকেতা বাংলা গানের এর প্রাচীন ধারণাকে পরিবর্তন করেছেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কর্মজীবনঃ

‘নচিকেতা চক্রবর্তী’ একটি আদর্শের নাম। যে আদর্শ সততা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে গড়া। সংগীত জীবনে নচিকেতার রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন।

যেমনঃ “হঠাৎ বৃষ্টি” (১৯৯৮) ছবিটিতে তিনি সংগীত পরিচালক হিসেবে এবং সংগীত শিল্পী হিসেবে কাজ করেছেন। আর এই ছবির প্রতিটি গানই বেশ জনপ্রিয় হয়েছিল এমনকি আজও আছে। তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনেতা হিসেবেও কাজ করেছেন। যেমনঃ কাটাকুটি, খেলাঘর, এই বেশ ভালো আছি, কে যায় ও কোয়াশা যখন ইত্যাদি।

আরও দেখুনঃ

Leave a Comment