কেন বান্ধ দালান ঘর লিরিক্স | Keno bandho dalan ghor lyrics | Abir Biswas | Folk Song

কেন বান্ধ দালান ঘর লিরিক্স :  লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা ইত্যাদি।

কেন বান্ধ দালান ঘর লিরিক্স | Keno bandho dalan ghor lyrics | Abir Biswas | Folk Song

Singer : Abir Biswas
Programming, Mix and Master : Abir Biswas
DOP : Akash Bagchi
Edit & Color : Abir Biswas
Produced By : Prabir Jana
Production : KMJ Music Series
কেন বান্ধ দালান ঘর লিরিক্স | Keno bandho dalan ghor lyrics | Abir Biswas | Folk Song
Folk Song

কেন বান্ধ দালান ঘর লিরিক্স :

একদিন মাটির ভিতরে হবে ঘর
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর,
ও মন আমার
কেন বাঁধো দালান ঘর?
প্রান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে।
বন্ধু বান্ধব যত, হায়
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত,
সকলি হবে তোমার পর
রে মন আমার,
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভেতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
দেহ তোমর চর্মচর
গলে পচে যাবে,
শিরার উপশিরা গুলি
ছিন্ন-ভিন্ন হবে।
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
মন্ডু মেরুদন্ড
সবি হবে খন্ড খন্ড,
পড়ে রবে মাটিরো উপর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভিতোরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
রুপেরি গৌরবে সাজিয়াছো সাজ
সোন দানা কত কি আর
রাজকিয় পোশাক।
যেদিন প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
প্রন চালে যাবে
সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কিনুথন
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর,
রে মন আমার
কেন বাঁধো দালান ঘর?
কেন বান্ধ দালান ঘর লিরিক্স | Keno bandho dalan ghor lyrics | Abir Biswas | Folk Song

Keno bandho dalan ghor in english :

Ēkadina māṭira bhitarē
habē ghara rē mana āmāra
kēna bāndha dālāna ghara

prāna pākhi ōrē yābē
piñjara chēṛē
dharā dhāmē sabi rabē
tumi yābē calē

bandhu bāndhaba yata
mātā pitā tārā suta
sakali habē para
rē mana āmāra
kēna bāndha dālāna ghara

dēha tōmara carmacara
galē pacē yābē
śirāra ōpara śirā guli
chinna bhinna habē

manḍu mērudanḍa
sabi habē khanḍa khanḍa
parē rabē māṭirō ōpara
rē mana āmāra
kēna bāndhadālāna ghara

rupēri gaurabē
sājiẏācha sāja
sōna dānā katā ki āra
rājakiẏa pōśāka

yēdina prana cālē yābē
sabi parē rabē
gāẏē dibē māra kinuthana
rē mana āmamāra
kēna bāndha dālāna ghara…

কেন বান্ধ দালান ঘর লিরিক্স | Keno bandho dalan ghor lyrics | Abir Biswas | Folk Song

 

লোকগীতি সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে।

বাংলা লোকসঙ্গীতে বিভিন্ন ধারার গানের পরিচয় পাওয়া যায়। সেসব গান বিশ্লেষণ করলে দেখা যায়, কিছু গান একক কণ্ঠে গাওয়া হয়, কিছু সমবেত কণ্ঠে। বাউল, ভাটিয়ালী, প্রভৃতি প্রথম শ্রেণীর গান; এগুলির রচয়িতাও নির্দিষ্ট কোনও ব্যক্তি।

কবিগান, আলকাপ গান, গম্ভীরা গান ইত্যাদি সমবেত কণ্ঠের গান; দুই বা ততোধিক ব্যক্তি মিলে এসব গান পরিবেশন করে। দ্বিতীয়ত, কিছু গান আঞ্চলিক, আবার কিছু সর্বাঞ্চলীয়। অনেকগুলি লোকসঙ্গীত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচলিত; আবার কতগুলি শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে প্রচলিত।

ভাওয়াইয়া- যে সমস্ত গানের মধ্য দিয়ে মনের অনুভূতি প্রকাশ করা হয়। ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এই গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে।

ভাটিয়ালী- ভাটিয়ালী বাংলাদেশের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। বিশেষ করে নদনদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর-পূর্ব দিকের অঞ্চলগুলোতেই ভাটিয়ালী গানের মূল সৃষ্টি, চর্চাস্থল এবং সেখানে এ গানের ব্যাপক প্রভাব রয়েছে। বাউলদের মতে ভাটিয়ালী গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব ভাগের গান।ভাটিয়ালী গানের মূল বৈশিষ্ট্য হলো এ গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাড়, গুন ইত্যাদি বিষয়ে। সাথে থাকে গ্রামীণ জীবন, গ্রামীণ নারীর প্রেমপ্রীতি, ভালবাসা, বিরহ, আকুলতা ইত্যাদির সম্মিলন।

 

কেন বান্ধ দালান ঘর লিরিক্স | Keno bandho dalan ghor lyrics | Abir Biswas | Folk Song
Folk Song

 

গম্ভীরা- গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পশ্চিমবঙ্গের মালদা অঞ্চলে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। সনাতন ধর্মালম্বীদের অন্যতম দেবতা শিব। শিবের অপর এক নাম ‘গম্ভীর’। শিবের উৎসবে শিবের বন্দনা করে যে গান গাওয়া হত, সেই গানের নামই কালক্রমে হয়ে যায় ‘গম্ভীরা’।

আরও দেখুনঃ

Leave a Comment