তুমি চাঁদের জোছনা নয় লিরিক্স | Tumi Chader Jochona Nou Lyrics | এন্ড্রুকিশোর | সাবিনা ইয়াসমিন

তুমি চাঁদের জোছনা নয় লিরিক্স : সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

 

তুমি চাঁদের জোছনা নয় লিরিক্স | Tumi Chader Jochona Nou Lyrics | এন্ড্রুকিশোর | সাবিনা ইয়াসমিন

 

তুমি চাঁদের জোছনা নয় লিরিক্স | Tumi Chader Jochona Nou Lyrics | এন্ড্রুকিশোর | সাবিনা ইয়াসমিন

শিল্পীঃ এন্ড্রুকিশোর ও সাবিনা ইয়াসমিন

ছায়াছবিঃ হৃদয়ের আয়না

 

তুমি চাঁদের জোছনা নয় লিরিক্স

 

তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও
নও কোন পাহাড়ি ঝর্ণা
আয়না আ আ আ আ
তুমি হৃদয়ের আয়না
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না আ আ আ আ
আমি হৃদয়ের আয়না

কবির লেখা যত কবিতা
শিল্পীর আঁকা যত ছবি
তোমার তুমির কাছে
হার মেনে যায় যেন সবই
সাঁঝের বেলা রাঙ্গানো তুলি
বর্ষাকালের ভরা নদী
তোমার রূপের কাছে
হার মেনে যায় যেন সবই
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারই গয়না
আয়না আ আ আ আ
আমি হৃদয়ের আয়না

বাবুই পাখির সাজানো বাসা
ময়না পাখির কথাগুলো,
তোমার গুণের কাছে
সবকিছু হার মেনে গেলো।
ভালবাসার রূপালী তারা
সূর্যের মাঝে যত আলো,
তোমার প্রেমের কাছে
সবকিছু হার মেনে গেলো।
তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও।
নও কোন পাহাড়ি ঝর্ণা,
আয়না আ আ আ আ
তুমি হৃদয়ের আয়না।
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও।
তুমি শুধু আমারই গয়না
আয়না আ আ আ আ
আমি হৃদয়ের আয়না।
তুমি হৃদয়ের আয়না,
আমি হৃদয়ের আয়না।

তুমি চাঁদের জোছনা নয় লিরিক্স | Tumi Chader Jochona Nou Lyrics | এন্ড্রুকিশোর | সাবিনা ইয়াসমিন

Tumi Chader Jochona Lyrics in english

Tumi chander jochona nou
Tumi fuler upoma nou
Nou kono pahari jhorna
Aayna..
Tumi hridoyer aayna
Tumi sagor nilima nou
Tumi megher borosha nou
Tumi shudhu amari goyna
Aayna..
Tumi hridoyer aayna
Kobir lekha joto kobita
Shilpir a
nka joto chobi
Tomar tumir kache Haar
Mene jaay jeno shobe
Sajher bela
Rangano dhuli
Borsa kaler bhora nodi
Tomar…
Ruper kache

Har mene jaay jeno Shobe

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কর্মজীবন : 

১৯৬৭-১৯৭১: কর্মজীবনের শুরু

সাবিনা মাত্র ১৩ বছর বয়সে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা (১৯৬৭) চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে “মধুর জোছনা দীপালি” গান গাওয়ার মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই গানের জন্য তিনি ৫০০ টাকা সম্মানী পান। এর পূর্বে তিনি এহতেশামের নতুন সুর (১৯৬২) চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে প্রথম শিশু শিল্পী হিসেবে গান করেন।

এরপর আলতাফ মাহমুদের সুরে তিনি মাহমুদুন্নবীর সাথে “একটি পাখি দুপুরে রোদে” গানে কণ্ঠ দেন। এই সময়ে তিনি মাহমুদের সুরে আনোয়ারা (১৯৬৭), নয়নতারা (১৯৬৭) ও টাকা আনা পাই (১৯৭০) চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। পাশাপাশি তিনি ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম ও অন্যান্য শিল্পীদের নেপথ্যে কোরাসে অংশ নিতেন। এই সময়ে খান আতাউর রহমানের সুরে জীবন থেকে নেয়া (১৯৭০) চলচ্চিত্রে তার গাওয়া “একি সোনার আলোয়” গানটি শ্রোতাপ্রিয় হয়।

বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে তিনি নঈম গহরের গীত এবং আজাদ রহমানের সুরে “জন্ম আমার ধন্য হলো মা গো” গানে কণ্ঠ দিয়েছিলেন।

 

তুমি চাঁদের জোছনা নয় লিরিক্স | Tumi Chader Jochona Nou Lyrics | এন্ড্রুকিশোর | সাবিনা ইয়াসমিন

 

Leave a Comment