জাগো দূর্গা লিরিক্স | Jago Durga Lyrics | Arijit Singh

জাগো দূর্গা লিরিক্স | অরিজিৎ সিং (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন।

 

জাগো দূর্গা লিরিক্স | অরিজিৎ সিং

Jago Durga Lyrics | Arijit Singh

 

Singer –  Arijit Singh
Music composed by – Jit Ganguly
Lyrics written by – Chandrani

 

জাগো দূর্গা লিরিক্স | Jago Durga Lyrics | Arijit Singh

 

জাগো দূর্গা লিরিক্স :

 

জাগো, তুমি জাগো,
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো..
প্রণমি বরদা, অজরা অতুলা
প্রণমি বরদা, অজরা অতুলা
বহু-বলধারিণী রিপুদলবারিণী জাগো মা।
শরণময়ী চন্ডিকা শংকরী জাগো,
জাগো মা,
জাগো অসুরবিনাশিনী, তুমি জাগো।
জাগো, তুমি জাগো,
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো..
Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

Jago Durga Lyrics :

Jago, Tumi jago
Jago Durga Jago Doshoprohoronodharini
Abhaya Shokti Baloprodayini Tumi Jago
Jaago Tumi Jaago..
Pronomi Boroda Ajora Atula
Pronami Baroda Ajara Atula
Bohubaladharini Ripudalabarini
Jago Maa,
Sharanmoyi,Chondika Shankari Jago,
Jago Maa,
Jago Ashurobinashini, Tumi Jago

ব্যক্তিগত জীবন :

অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি। বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন।

প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ। অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে।

 

জাগো দূর্গা লিরিক্স | Jago Durga Lyrics | Arijit Singh

 

তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান

আরও দেখুনঃ

Leave a Comment