ডাক দিয়াছেন দয়াল আমারে লিরিক্স | Dak diyechen doyal amare | এন্ড্রুকিশোর | 2015

ডাক দিয়াছেন দয়াল আমারে লিরিক্স | Dak diyechen doyal amare | এন্ড্রু কিশোর | 2015

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

ডাক দিয়াছেন দয়াল আমারে লিরিক্স | Dak diyechen doyal amare | এন্ড্রু কিশোর | 2015

 

ডাক দিয়াছেন দয়াল আমারে লিরিক্স | Dak diyechen doyal amare | এন্ড্রু কিশোর | 2015
এন্ড্রু কিশোর

 

 

গায়কঃ এন্ড্রুকিশোর 

ডাক দিয়াছেন দয়াল আমারে লিরিক্স :

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

 

আমার ভিতরে বাহির লিরিক্স [ Amar Bhitoro Bahir Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

Dak diyechen doyal amare english lyrics :

Dak diyachen Doyal Amare

Roibo na ar beshi din toder majhare

Hayre Dak diyachen Doyal amare

Roibo na ar beshi din toder majhare Hayre Dak diyachen Doyal amare

O Ami Cholte Pothe Du’din Thamilam

Bhalobasar malakhani Gole Porilam Ami Gole Porilam (2)

Amar Sadher Mala

Amar Sadher Mala Jay re chhirey Roibo na Ar beshi din toder majhare

Dak diyachen Doyal Amare

Roibo na ar beshi din toder majhare Hayre Dak diyachen Doyal amare

O Ami Koto Joney Koto ki dilam Jaibar Kale ekjonaro Dekha na pailam Ami Dekha na pailam

O Ami Koto Joney Koto ki dilam

Jaibar Kale ekjonaro Dekha na pailam

Amar Songer Sathi

Amar Songer Sathi Keu Hoilo na re

Roibo na ar Beshi din toder majhare…

Dak diyachen Doyal Amare

Roibo na ar beshi din toder majhare Hayre Dak diyachen Doyal amare

Roibo na ar beshi din toder majhare Hayre Dak diyachen Doyal amare.

আমার ভিতরে বাহির লিরিক্স [ Amar Bhitoro Bahir Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

 

এন্ড্রু কিশোরঃ

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু-কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।

কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

Leave a Comment