তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Amar | Mahtim Shakib | Nazrul Geeti

তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স | নজরুলের প্রথম গদ্য রচনা ছিল “বাউণ্ডুলের আত্মকাহিনী”। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: “হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে”। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান- এছাড়া একই বছর প্রবন্ধ-সংকলন যুগবাণী প্রকাশিত হয়।

 

তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Amar | Mahtim Shakib | Nazrul Geeti

 

Original Credit : Kazi Nazrul Islam
Cover by : Mahtim Shakib
Re Arrangement : Sharif Sumon Ghuddy & RiZvi AdIt
Mix And Master : Sharif Sumon Ghuddy
Cinematographer : Parbot Raihan
Video Editing : Rafsaan Chowdhury
Lyrical Video : Md. Arman
Studio : STUDIO SOUNDHACKER
Visual : Welkin Films

তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Amar | Mahtim Shakib | Nazrul Geeti
তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Amar | Mahtim Shakib | Nazrul Geeti

তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স :

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।
ওই নাম জপলেই বুঝতে পাবি
খোদায়ি কালাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

ওই নাম এর যে রশি ধরে
যাই আল্লার পথে,
ওই নাম এর যে ভেলায় চড়ে
ভাসি নূর এর স্রোতে।
ওই নাম এর বাতি জেলে দেখি,
আরশের মোকাম,
মুর্শিদ, মোহাম্মদের নাম।

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

ওই নামের দামান ধরে আছি
আমার কিসের ভয়,
আমার কিসের ভয়।
ওই নামের গুনে পাবো আমি
খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়।
তার কদম মুবারক যে আমার,
বেহেস্তী তানযান,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম
মুর্শিদ, মোহাম্মদের নাম।

তাওহীদের-ই মুর্শিদ আমার,
মোহাম্মদের নাম,
মুর্শিদ, মোহাম্মদ এর নাম।

 

 

চলচ্চিত্র :

নজরুল ‘ধূপছায়া ‘ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এটিতে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন। ১৯৩১ সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’র ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত ‘গৃহদাহ’ চলচ্চিত্রের সুরকার ছিলেন তিনি। গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন ১৯৩৩ সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানির প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘ধ্রুব’ এবং সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন ১৯৩৭ সালের ‘গ্রহের ফের’ চলচ্চিত্রের।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১৯৩৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাতালপুরী’ চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ১৯৩৮ সালে নির্মিত ‘গোরা’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। ১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাপুড়ে’ চলচ্চিত্রের কাহিনীকার ও সুরকার ছিলেন তিনি। ‘রজত জয়ন্তী’, ‘নন্দিনী’, ‘অভিনয়’, ‘দিকশূল’ চলচ্চিত্রের গীতিকার ছিলেন নজরুল। ‘চৌরঙ্গী’ চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য ৭টি হিন্দি গান লেখেন তিনি।

আরও দেখুনঃ

Leave a Comment