তামাক পাতা লিরিক্স | tamak pata lyrics | Ashes
অ্যাশেস তরুন প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম। তাদের উল্লেখযোগ্য গান গুলো হল- ছারপোকা, কেমন আছো, সতেরো পৃষ্ঠা, কী আর হবে, ধুলাবালি, তামাক পাতা। অ্যাশেস ব্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি বর্তমান সময়ের তরুন প্রজন্মের নিকট বেশ জনপ্রিয়।
তামাক পাতা লিরিক্স | tamak pata lyrics | Ashes
ব্যান্ডঃআশ্যাজ
তামাক পাতা লিরিক্স :
তুমি তামাক ধরো তামাক ছাড়ো
আগুন জ্বালিয়ে দাও।
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা
আগুন জ্বালালে উড়ে যাবে পাখি।
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে!
তুমি মাঝেমাঝে আমার কাছে তোমারে চাইতা!
তুমি মাঝেমাঝে আমার কাছে আমারে চাইতা!
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে আমি
মনের বিরুদ্ধে নিজেরে দিতামরে
মনের বিরুদ্ধে কি? নিজেরে দেয়া যায় রে?
জটিল করলে জটিল হবে,
সহজ করলে সহজ।
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা,
গাজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা।
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে….
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে….
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে….
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে….
Tamak pata lyrics in english :