তুই যদি চিনতি আমায় লিরিক্স | Tui Jodi chinti Amay Lyrics | এস আই টুটুল

তুই যদি চিনতি আমায় লিরিক্স | এস আই টুটুল একজন বাংলাদেশী গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। তিনি আইয়ুব বাচ্চুর সাথে দীর্ঘদিন কাজ করেছেন। মূলত আইয়ুব বাচ্চু তার বড় ভাইয়ের বন্ধু ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তুই যদি চিনতি আমায় লিরিক্স | Tui Jodi chinti Amay Lyrics | এস আই টুটুল

Singer: S.I Tutul

তুই যদি চিনতি আমায় লিরিক্স | Tui Jodi chinti Amay Lyrics | এস আই টুটুল

তুই যদি চিনতি আমায় লিরিক্স :

তুই যদি চিন্তি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি
তুই যদি চিন্তি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি
ভালো যদি বাসটি আমায়
দেখ্তিস কি আদরে রাখি

ভালো যদি বাসটি আমায়
দেখ্তিস কি আদরে রাখি
তুই যদি চিন্তি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি

তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ নাই

তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ নাই

আমি তোকে আমার সারা জনম দিতে চাই
তুই যদি পড়ান আমার রাখিতিস বাধি
তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি
ভালো যদি বাসটি আমায়
দেখ্তিস কি আদরে রাখি

আমি ডাকি তুই পাখি থাকিসনা দূরে

আমি ডাকি তুই পাখি থাকিসনা দূরে

আমার এ জীবনতা চলে তোর অনুসারে
তুই যদি বলিস আমায় প্রেম অপরাধী
তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি
ভালো যদি বাসটি আমায়
দেখ্তিস কি আদরে রাখি

তুই যদি চিন্তি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি

তুই যদি চিন্তি আমায় পরানের পাখি
তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি

ভালো যদি বাসটি আমায়

দেখ্তিস কি আদরে রাখি

ভালো যদি বাসটি আমায়
দেখ্তিস কি আদরে রাখি

তুই যদি চিন্তি আমায় পরানের পাখি

তোরে লিখে দিতাম আমার এদুটি আঁখি

 

সঙ্গীত কর্মজীবন :

শৈশব থেকেই টুটুল নিজেকে সঙ্গীতে নিয়োজিত রেখেছেন এবং সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। যদিও তিনি পিয়ানোর উপর প্রশিক্ষণ নিয়েছেন তবুও তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। টুটুল নিজেই একজন শব্দ প্রকৌশলী। টুটুল মূলত এল আর বি ব্যান্ড এর একজন সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।

সম্মাননা:

দারুচিনি দ্বীপ নামক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র সেরা সঙ্গীত পরিচালকের এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হন (ভালবাসলেই ঘর বাধা যায় না) চলচ্চিত্রে। ২০১৫ সালে আবারও দুইটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন (বাপ জানের বায়োস্কোপ) চলচ্চিত্রে সেরা প্লেব্যাক সংগীত শিল্পী ও সেরা সুরকার হিসাবে তিনি ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিরন্তর চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৬ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

তুই যদি চিনতি আমায় লিরিক্স | Tui Jodi chinti Amay Lyrics | এস আই টুটুল

ব্যক্তিগত জীবন:

১৯৯৯ সালে টুটুল বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল তানিয়া আহমেদ এর সাধে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তাকে ডিভোর্স দেন এবং আমেরিকা প্রবাসী উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Leave a Comment