তুমি আমার মনের মানুষ লিরিক্স | tumi amar moner manush lyrics | সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, আলাউদ্দীন আলী | স্বপ্নের পৃথিবী | 1996
সাবিনা ইয়াসমিন একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সাবিনা-ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তার পাঁচ বোনের মাঝে চার বোনই সঙ্গীতের সাথে যুক্ত। তারা হলেন ফরিদা, ফৌজিয়া, নীলুফার এবং সাবিনা-ইয়াসমিন। তার আরেক বোন নাজমা ইয়াসমিন। তার ভগ্নীপতি চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, সুরকার খান আতাউর রহমান এবং তার ভাগ্নে সঙ্গীতশিল্পী আগুন।

তুমি আমার মনের মানুষ লিরিক্স | tumi amar moner manush lyrics | সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, আলাউদ্দীন আলী | স্বপ্নের পৃথিবী | 1996
কন্ঠশিল্পীঃ সাবিনা’ ইয়াসমিন ও রফিকুল আলম

তুমি আমার মনের মানুষ লিরিক্স :
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো কোনদিনও পর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো কোনদিনও পরতোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায় আমি অভাগিনী
পিপাসার কাতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো কোনদিনও পর
তোমার এত ভালোবাসা আমি
বল কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দী থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে
করিগো আদর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো কোনদিনও পর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো কোনদিনও পর

tumi amar moner manush lyrics in english :
Tumi amar moner manush
monerie vitor
Tumi amar jan bondhu
ononter por
Tumi amay koro nako
Konodin o por
Tomay ak nojor na dekhle pore
Poran amar pore
Dekhle pore dui noyone
Trishna aro bare
Samne amar preemer sindhu
Paina tare ak bindu
Hay! ami ovaginee
Pipasar kator.
Tumi amar jan bondhu
Ontorer ontor
Tumi amay koro nako
Kono din o por
Tomay ato valobasi ami Bolo kothay rakhi Buker khachay
bondi theko Ogo obujh pakhi
Tomar preeme ami ondho
Fire jaoyar poth bondho
Ecche kore jonom vore Kori go ador.
Tumi amar jan bondhu Ontorer ontor
Tumi amay koro nako Konodin o por
https://www.youtube.com/watch?v=ApbcoNjJN10

আরও দেখুনঃ