তুমি এমন কোন কথা বলোনা লিরিক্স | Tumi Emon Kono Katha Balo Na Lyrics | কুমার সানু | ওমা খান

তুমি এমন কোন কথা বলোনা লিরিক্স | কুমার শানু (জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, জন্ম গ্রহণ করেন কলকাতা) ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক.[১] তিনি এওয়ার্ড পান ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক পর পর পাঁচ বছর. তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে

তুমি এমন কোন কথা বলোনা লিরিক্স | Tumi Emon Kono Katha Balo Na Lyrics | কুমার সানু | ওমা খান

 

ছবি-প্রিয় তুমি
 ও উমা খান

 

তুমি এমন কোন কথা বলোনা লিরিক্স | Tumi Emon Kono Katha Balo Na Lyrics | কুমার সানু | ওমা খান

 

তুমি এমন কোন কথা বলোনা লিরিক্স :

তুমি এমন কোন কথা বলনা
চোখে টলমল জলটুকো ফেল না
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।
জানি জানি একদিন সবি শেষ হয়
আমার এই প্রেম কভু হারাবার নয়
বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এ সুখটুকু ফুরাবার নয়
তুমি এমন কোন স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা
আমি মরনে ও কোন ভয় পাইনা,
শুধু তোমাকে হারাতে চাইনা।।

তুমি এমন কোন কথা বলোনা লিরিক্স | Tumi Emon Kono Katha Balo Na Lyrics | কুমার সানু | ওমা খান

যেতে যেতে এ পথ হয় যদি ভুল
তোমার দু’হাত ধরে খুঁজে নিব কূল
তুমি আমি আর তো হব না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়
তুমি এমন কোন ছবি একোনা
যা দেখে বেড়ে যাবে যাতনা
আমি মরনে ও কোন ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা।।

 

প্রথম জীবন:

কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তার পৈতৃক বাড়ী ও জন্মস্থান ঢাকার অদূরে বিক্রমপুরের হাসারা গ্রামে।তিনি জীবিকার তাগিদে কলকাতায় চলে যান এবং কুমার সানু কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শানুকে গান ও তবলা শিখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন, গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্টানে কলকাতায়। কিশোর কুমার এর পরে তিনি বলিউডের গায়কের মডেল হয়েছেন। পরবর্তিতে তিনি নিজের শৈলিতে গান গাওয়া শুরু করেন। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক॥

পেশা:

১৯৮৭ সনে, সঙ্গীত পরিচালক ও গায়ক জগজিত সিং হিন্দি ছবি আন্ধিয়া তে গান গাওয়ার সুযোগের কথা শানুকে প্রস্তাব করেন। শানু তখন মুম্বাই তে চলে আসেন, যেখানে কল্যাণজী-আনান্দজী তাকে গান গাওয়ার সুযোগ দেন হিন্দি ছবি যাদুকর এ। কল্যাণজী-আনান্দজী তাকে তার নাম কেদারনাথ ভট্টাচার্য’ থেকে কুমার শানু করার প্রস্তাব দেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আরও দেখুনঃ

Leave a Comment