তুমি না ডাকলে আসবো না লিরিক্স | ভালোবাসার থাকে বিভিন্ন রকমফের। একেক জন একেক ভাবে ভালোবাসতে চান প্রিয়জনকে। হৃদয়ের আবেগ প্রকাশ করতে চান নানা উপায়ে। এবার ভালোবাসা দিবসে সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ার তার প্রেয়সীকে ভালোবাসতে চান ‘ডুবে ডুবে’। ‘ডুবে ডুবে ভালোবাসি/ তুমি না বাসলেও আমি বাসি’ এমন শিরোনামে ২০২০ সালের প্রথম গান নিয়ে আসছেন তানজীব সারোয়ার।
তুমি না ডাকলে আসবো না লিরিক্স | Tumi na dakle asbo na lyrics | Tanjib Sarowar
Song : Dube Dube
Vocal, Tune & Lyrics : Tanjib Sarowar
Music : Sajid Sarkar
DOP & Director: Chandan Roy Chowdhury
AD : Sorowar Rana

তুমি না ডাকলে আসবো না লিরিক্স :
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত…
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

Tumi na dakle asbo na lyrics :
Tumi na dakle asbo na
Kache na eshe valo vasbo na
Durotto ki bhalobasha baray
Naki chole jaowar bahana banay
Durer akash neel theke laal
Golpota purono
Dube dube bhalobashi
Tumi na bashleo ami bashi
Dube dube valobasi
Tumi na basleo ami basi
তানজীব সারোয়ার:
এটি লিখেছেন এবং সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের কথার সাথে গল্পের মিশেলে সুন্দর কয়েকটি লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
এতে তানজীবের বিপরীতে আছেন লাক্স তারকা সেমন্তী সৌমি। নিজের নতুন গান নিয়ে তানজীব সারোয়ার বলেন-এটি সময়োপযোগী ভালোবাসার গান। মিউজিক ভিডিওতে বেশ নতুনত্ব রয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভাল লাগবে গানটি।

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, তাদের ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে ১০ ফেব্রুয়ারি ইউটিউবে অবমুক্ত করা হবে ‘ডুবে ডুবে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইবে।
