তুমি বন্ধু আমার চির সুখে থাকো লিরিক্স | Tumi bondhu amar chiro sukhe thako | এন্ড্রু কিশোর | Andrew Kishore

তুমি বন্ধু আমার চির সুখে থাকো লিরিক্স | এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ ( ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

 

তুমি বন্ধু আমার চির সুখে থাকো লিরিক্স | এন্ড্রু কিশোর

Tumi bondhu amar chiro sukhe thako | Andrew Kishore

 

তুমি বন্ধু আমার চির সুখে থাকো লিরিক্স | Tumi bondhu amar chiro sukhe thako | এন্ড্রু কিশোর | Andrew Kishore

 

তুমি বন্ধু আমার চির সুখে থাকো লিরিক্স :

 

তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি একা সুখে দুখে হেসে যাবো
বকুলের মতো ঝড়িয়া মরনা
তুমি বব্দু আমার চির সুখে থাকো
আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে
মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে
সেই মালা খানি হাতে রয়ে গেলো
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
কাগজের ফুলে কবু ভ্রমর আসেনা
মরা গাছে কখনো ফুল ফোটেনা
কলমের কালি যদি ফুরিয়ে যায়
জীবনের খাতা শূন্য থেকে যায়
আমি লিখবো কোথায়।
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি একা সুখে দুখে হেসে যাবো
বকুলের মতো ঝড়িয়া মরনা
তুমি বব্দু আমার চির সুখে থাকো
ভালোবাসা যদি হয় মিছে ভরসা
আশা নিয়ে থাকা হল শুধু দুরাশা
জীবনের মায়া ছেরে যদি চলে যায়
প্রেমের সমাধী গরে দিয় বলে যায়
আমি শুধু বলে যাই।
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি একা সুখে দুখে হেসে যাবো
বকুলের মতো ঝড়িয়া মরনা
তুমি বব্দু আমার চির সুখে থাকো
আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে
মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে
সেই মালা খানি হাতে রয়ে গেলো
তুমি বন্ধু আমার চির সুখে থাকো।
তুমি বন্ধু আমার চির সুখে থাকো লিরিক্স | Tumi bondhu amar chiro sukhe thako | এন্ড্রু কিশোর | Andrew Kishore

Tumi Bondhu Amar Lyrics

Tumi bondhu amar chiro sukhe thako
Ami eka sukhe dukhe hese zabo
Bokuler moto jhoriya morona
Tumi bondhu amar chiro sukhe thako
Ami premer name bagichar mali hoye
Mala pete chilam tare porabo bole
Si mala khanai hote voye gelo
Tumi bondhu amar churo shukhe thako
Kagojerbfule kabu vrmor aosena
Mora gage kokhonO ful dotabo

 

এন্ড্রু কিশোর এর জীবন বীত্তান্তঃ

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ ( ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক।

তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।

কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন।

চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

আরও দেখুনঃ

Leave a Comment